লেভারকুসেন আর ৮ ম্যাচ না হারলেই ‘অমরত্ব’ পাবেন আলোনসো

জাবি আলোনসোর দলই এখন বুন্দেসলিগার চ্যাম্পিয়নএএফপি

প্রেস্টন নর্থ এন্ড এ সময়ের ফুটবলে পরিচিত কোনো নাম নয়। ১৯৬০–৬১ মৌসুমের পর দলটিকে আর কখনো ইংল্যান্ডের শীর্ষ লিগে দেখা যায়নি। তবু চলতি মৌসুমে বারবার ফিরে আসছে প্রেস্টন নর্থ এন্ডের নাম। নামটি নতুন করে মনে করিয়ে দিয়েছে মূলত কদিন আগে জার্মান বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত করে ইতিহাস গড়া বায়ার লেভারকুসেন। প্রশ্ন হচ্ছে, কীভাবে?

উত্তর পেতে ফিরে যেতে হবে ১৮৮৮–৮৯ মৌসুমে। সেবার ইংলিশ লিগে ২২ ম্যাচের সব কটিতে অপরাজিত থেকে শিরোপা জিতেছিল প্রেস্টন। একইভাবে এফএ কাপেও সেবার অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। ফুটবলে এখন পর্যন্ত প্রেস্টন একমাত্র দল, যারা একাধিক প্রতিযোগিতায় কোনো ম্যাচ না হেরে মৌসুম শেষ করেছিল। পরবর্তী সময়ে একাধিক প্রতিযোগিতায় প্রেস্টনের কাছাকাছি যেতে পেরেছিল মিসরের ক্লাব আল আহলি ও মালয়েশিয়ান ক্লাব জোহোর দারুল তা’জিম।

আরও পড়ুন

২০০৪–০৫ মৌসুমে আল আহলি লিগ ও সিএএফ চ্যাম্পিয়নস লিগ জিতেছিল কোনো ম্যাচ না হেরেই। কিন্তু মিসর কাপের শেষ ষোলোয় পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নেয়। এর ফলে ট্রেবল জয়ের সুযোগের পাশাপাশি অপরাজিত থাকার রেকর্ডও অধরা থেকে যায় তাদের। সেবার ২৬টি লিগ ম্যাচের ২৪টিতে জয় ও ২টিতে ড্র করেছিল আল আহলি। লিগে দ্বিতীয় হওয়া এনপ্পির সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ছিল ৩১।

বায়ার লেভারকুসেন কোচ জাবি আলোনসো
এএফপি

মালয়েশিয়ান ক্লাব জোহোর দারুল তা’জিম অপরাজিত থাকার কৃতিত্ব দেখিয়েছে গত বছর। ঘরোয়া লিগ জয়ের পথে ২৬ ম্যাচের ২৫টিতেই জিতেছিল, অন্য ম্যাচটি করেছিল ড্র। এ ছাড়া সুপার কাপ, পিয়ালা মালয়েশিয়া কাপ এবং ফেডারেশন কাপের শিরোপাও জেতে তারা। তবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে এই পারফরম্যান্সের পুনরাবৃত্তি ঘটাতে ব্যর্থ হয় জোহোর দারুল তা’জিম। ৬ ম্যাচের মধ্যে তিন ম্যাচ জিতলেও হেরে যায় অন্য তিন ম্যাচে।

লেভারকুসেনের সামনে এখন সুযোগ আছে সবাইকে ছাড়িয়ে গিয়ে অনবদ্য এক ইতিহাস গড়ার। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৪৫ ম্যাচে অপরাজিত আছে জাবি আলোনসোর দল। আরও ৮ ম্যাচ খেলার সুযোগ আছে দলটির। এই ৮ ম্যাচে অপরাজিত থাকার অর্থ ট্রেবল (বুন্দেসলিগা, জার্মান কাপ ও  ইউরোপা লিগ) জয়ের পাশপাশি মৌসুমে অপরাজিত থাকবে ৫৩ ম্যাচে। এর মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ঘরোয়া ও ইউরোপিয়ান ফুটবলে অপরাজিত থেকে শিরোপা জেতার কীর্তি গড়বে লেভারকুসেন।

আরও পড়ুন

পাশাপাশি ১৯৫৫-৫৬ মৌসুমে উয়েফা প্রতিযোগিতা শুরুর পর সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়বে লেভারকুসেন। সে জন্য অবশ্য পুরো মৌসুম অপরাজিত না থাকলেও চলবে। এখন পর্যন্ত ৪৮ ম্যাচ অপরাজিত থেকে সবার ওপরে আছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। আর ৪ ম্যাচ না হারলেই বেনফিকাকে ছাড়িয়ে যাবে লেভারকুসেন। সব মিলিয়ে হিসাব করলে অবশ্য সবার ওপরে থাকবে সেল্টিক। স্কটিশ ক্লাবটি ১৯১৫-১৭ মৌসুমে টানা ৬২ ম্যাচ অপরাজিত ছিল।