২০ বছর পর ইউনাইটেডের সঙ্গে বিচ্ছেদ রাশফোর্ডের

অ্যাস্টন ভিলায় যোগ দিলেন রাশফোর্ডএক্স

মাত্র ৭ বছরে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন মার্কাস রাশফোর্ড। এরপর ওল্ড ট্রাফোর্ডই হয়ে উঠেছিল তাঁর ঘর-বাড়ি। কিন্তু শেষ পর্যন্ত সেই বাড়ি ছাড়তে হচ্ছে রাশফোর্ডকে। ধারে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে অ্যাস্টন ভিলায় চলে যাচ্ছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ইউনাইটেডের নতুন কোচ রুবেন আমোরিমকে সন্তুষ্ট করতে না পারার কারণেই ক্লাব ছাড়তে হচ্ছে রাশফোর্ডকে। ইউনাইটেডের হয়ে গত ২০ বছরের মধ্যে সিনিয়র দলে খেলেছেন সাড়ে নয় মৌসুম। যার মধ্যে ৪২৬ ম্যাচ খেলে গোল করেছেন ১৩৮টি। রাশফোর্ড এ সময়ে দলটির হয়ে ৫টি শিরোপাও জিতেছেন।

ইউনাইটেড ছাড়ার প্রতিক্রিয়ায় ইনস্টাগ্রাম পোস্টে রাশফোর্ড লিখেছেন, ‘ধারের চুক্তিটা সম্পন্ন করার জন্য আমি ম্যানচেস্টার ইউনাইটেড এবং অ্যাস্টন ভিলাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সৌভাগ্যবান যে কিছু ক্লাব আমাকে নিতে চেয়েছে, তবে অ্যাস্টন ভিলায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল।

আরও পড়ুন

অ্যাস্টন ভিলা এ মৌসুমে যেভাবে খেলেছে সেটা আমার খুব পছন্দ হয়েছে এবং কোচের আকাঙ্ক্ষাও আমার ভালো লেগেছে। আমি শুধু ফুটবলটাই খেলতে চাই এবং মাঠে নামার জন্য উন্মুখ হয়ে আছি। আমি বাকি মৌসুমের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডকে শুভকামনা জানাতে চাই।’

২০ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়লেন মার্কাস রাশফোর্ড
রয়টার্স

ইউনাইটেডের এক সময়ের নিয়মিত মুখ রাশফোর্ডকে গত ১২ ডিসেম্বর ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে ম্যাচের পর আর মাঠে দেখা যায়নি। মূলত অনুশীলনে তাঁর কাজে সন্তুষ্ট হতে না পেরেই দল থেকে বাদ দেন পর্তুগিজ কোচ আমোরিম। এমনকি একপর্যায়ে তিনি বলেন, প্রয়োজনে ৬৩ বছর বয়সী গোলকিপিং কোচকে খেলাবেন তবু রাশফোর্ডকে মাঠে নামাবেন না।

কোচের এমন অনড় অবস্থানের পর রাশফোর্ডের ক্লাব ছাড়াটা একরকম অনুমেয়ই ছিল এবং শেষ পর্যন্ত সেটিই ঘটল। রাশফোর্ডকে দলে নেওয়ার জন্য অবশ্য অ্যাস্টন ভিলা ছাড়া আরও কয়েকটি ক্লাবের নাম শোনা গিয়েছিল। যে তালিকায় স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনাও ছিল। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ডের ক্লাবেই নিজের ঠিকানা খুঁজে নিলেন এই ইংলিশ ফরোয়ার্ড।

আরও পড়ুন

আপাতত ধারে যোগ দিলেও সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, পরবর্তী সময়ে রাশফোর্ডের সঙ্গে অ্যাস্টন ভিলা চাইলে স্থায়ী চুক্তিতে যেতে পারবে। তবে ভিলা যদি চুক্তি স্থায়ী করতে না চায় তবে আগামী গ্রীষ্মে আবার ইউনাইটেডে ফিরে আসবেন এই ফরোয়ার্ড।