এবার ওয়েস্টহামের বিপক্ষে জয়হীন চেলসি

জয় পেল না চেলসিছবি: এএফপি

প্রথম গোলের পর কোচ গ্রাহাম পটার আর ক্লাব মালিক টড বোয়েলির উদ্‌যাপনই বলে দিচ্ছিল, একটা জয় কতটা প্রয়োজন এই দলটার। তবে সময়টাই যেন চেলসির সঙ্গ দিচ্ছে না।

লন্ডন ডার্বিতে ওয়েস্টহামের বিপক্ষে দুর্দান্ত খেলেও জয়ের দেখা পেল না পটারের দল। ওয়েস্টহামের ঘরের মাঠে গিয়ে ড্র করেছে ১-১ গোলে। এই নিয়ে সর্বশেষ আট ম্যাচের মধ্যে সাত ম্যাচেই জয়হীন চেলসি। ওয়েস্ট হাম ম্যাচের আগের দুই লিগ ম্যাচেও ড্র করেছিল তারা।  

আরও পড়ুন

একটি জয়ের খোঁজে থাকা পটার জানুয়ারির দলবদলের সময়ে কেনা পাঁচজন ফুটবলারকেই প্রথম একাদশে সুযোগ দেন। এই সিদ্ধান্ত যে ভুল ছিল না, ওয়েস্টহামের বিপক্ষে চেলসির দারুণ শুরুতেই তা স্পষ্ট। ম্যাচের প্রথম ২২ মিনিটে ওয়েস্ট হামের জালে তিনবার বল পাঠান চেলসির ফুটবলাররা। যদিও দুটি গোল অফসাইডে বাতিল হয়। নিষেধাজ্ঞা থেকে ফেরা জোয়াও ফেলিক্স  ১৬ মিনিটেই চেলসিকে এগিয়ে দেন।

ফেলিক্সের গোলে সহায়তা করেছেন এনজো ফার্নান্দেজ
ছবি: এএফপি

ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড এলোমেলো করে চেলসিতে আসা আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজের ভাসানো বলে পা ছুঁইয়ে বল জালে পাঠান ফেলিক্স। চেলসির হয়ে এটিই ফেলিক্সের প্রথম গোল। তবে এই গোলের পর ম্যাচের দৃশ্যপট অনেকটাই পাল্টে যায়। চেলসির রক্ষণের দুর্বলতা কাজে লাগিয়ে ম্যাচে ফেরে ওয়েস্টহাম। ২৪ মিনিটে সহজ সুযোগ মিস করা ওয়েস্টহাম তিন মিনিট পরে পাওয়া সুযোগটা আর নষ্ট করেনি।

আরও পড়ুন

চেলসির সাবেক ফুটবলার এমারসন পালমিয়েররি গোলে সমতা ফেরায় ওয়েস্টহাম। সমতায় ফেরার পর আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় চেলসি। ওয়েস্টহামের ডি বক্সে একের পর এক আক্রমণ চালায় তারা। ৪০ মিনিটে ফেলিক্সের ফ্রি কিক দুর্দান্তভাবে ওয়েস্ট হাম গোলকিপার না ফেরালে আবারও এগিয়ে যেতে পারত চেলসি।

প্রথমার্ধে ৭২ শতাংশ বল দখলে রাখা চেলসি দ্বিতীয়ার্ধেও দাপুটে শুরু করে। তবে তাদের আক্রমণ ওয়েস্টহামের দরজা ভাঙতে পারছিল না। গোল পেতে মরিয়া পটার ৬৭ মিনিটে তিনটি পরিবর্তন আনেন। মাঠে নামেন ম্যাসন মাউন্ট, হাকিম জিয়েশ ও চিলওয়েল। তবে কিছুতেই কাঙ্ক্ষিত গোলটা আসছিল না।

উল্টো ম্যাচের ৮২ মিনিটে গোল খেয়ে বসে চেলসি। তবে ভিআরে টম সুচেকের করা গোল বাতিল হলে হারের লজ্জা পেতে হয়নি চেলসিকে। ম্যাচের ৮৮ মিনিটে কনর গ্যালাহারের শট ডি বক্সে  সুচেকের হাতে লাগলে পেনাল্টির আবেদন করেছিলেন চেলসির ফুটবলাররা। তবে রেফারি সে আবেদন কান দেননি। তাতে আরও একবার জয় ছাড়াই মাঠ ছাড়তে হয় চেলসিকে। ২২ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে চেলসি।