রোনালদোর মতো উদ্‌যাপন, আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন তো আলকারাজ

আর্সেনালের বিপক্ষে কাল ম্যাচের ২৭ সেকেন্ডে গোল করে এভাবে উদ্‌যাপন করেন আলকারাজছবি : টুইটার

গোল করে দৌড়ে কিছু দূর গিয়ে শূন্যে লাফিয়ে শরীর মুচড়ে উল্টো করে মাটিতে নামার সঙ্গে হাত দুটি নামিয়ে আনা হয় শরীরের পাশে। বলছি ক্রিস্টিয়ানো রোনালদোর গোল উদ্‌যাপন ‘সিউ’-এর কথা। রোনালদোর এই ট্রেডমার্ক উদ্‌যাপন এখন শুধু তাঁর মধ্যে আটকে নেই। কয়েক দিন আগে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোও এই উদ্‌যাপন করে আলোচনায় এসেছিলেন।

এবার আরও একজন ফেরালেন রোনালদোর সেই উদ্‌যাপন। আর্সেনালের বিপক্ষে গোল করে সিউ উদ্‌যাপন করেছেন সাউদাম্পটনের কার্লোস আলকারাজ। তবে বাড়ি আর্জেন্টিনায় হওয়ার কারণে আলকারাজের উদ্‌যাপন নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। বিশেষ করে লিওনেল মেসির দেশের খেলোয়াড় রোনালদোর মতো উদ্‌যাপন করায় অনেকে অবাক হয়েছেন। কেউ কেউ বলছেন, রোনালদোর মতো উদ্‌যাপন করে আলকারাজ তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করে দিয়েছেন।

আর্জেন্টাইনদের মধ্যে অবশ্য রোনালদোর মতো উদ্‌যাপনের ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের উদীয়মান তারকা আলেহান্দ্রো গারনাচোও রোনালদোর মতো করে উদ্‌যাপন করে আলোচনায় এসেছিলেন। এরপর কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে গারনাচোর জায়গা না পাওয়ার পেছনে অনেকে তাঁর রোনালদো-প্রীতিকেও কারণ হিসেবে সামনে এনেছিলেন। এবার আলকারাজকেও একই ধরনের পরিস্থিতিতে পড়তে হতে পারে বলে মন্তব্য করেছেন কেউ কেউ।

সাউদাম্পটনের ২০ বছর বয়সী মিডফিল্ডার আলকারাজ সিউ উদ্‌যাপন করেছেন ম্যাচের ২৭ সেকেন্ডের মাথায়। আর্সেনাল গোলরক্ষকের ভুলে গোল করে দলকে শুরুতেই এগিয়ে দেন এ আর্জেন্টাইন মিডফিল্ডার। তারপরই করেন সিউ উদ্‌যাপন। তাঁর উদ্‌যাপন নিয়ে একজন টুইটারে লিখেছেন, ‘তার আর্জেন্টিনা জাতীয় দলের ক্যারিয়ার শেষ।’ আরেকজন লিখেছেন, ‘সে আর্জেন্টিনায় অজনপ্রিয় হতে যাচ্ছে।’ অন্য একজন টুইট করে লিখেছেন, ‘সর্বকালের সেরা তারকার অবিশ্বাস্য প্রভাব।’

আরও পড়ুন