ফাইনালের আগে কী খাবেন আর কী করবেন, জানালেন আনচেলত্তি

রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিরয়টার্স

তাঁর চেয়ে বেশি চ্যাম্পিয়নস লিগ জেতার স্বাদ পায়নি অন্য কোনো কোচ। বব পেইসলি, জিনেদিন জিদান এবং পেপ গার্দিওলার তিন চ্যাম্পিয়নস লিগ জয়ের ক্লাব ছেড়ে ২০২২ সালেই চার চ্যাম্পিয়নস লিগ জেতা কোচদের নতুন ক্লাব বানিয়েছেন তিনি।

যেখানে এখন পর্যন্ত একমাত্র সদস্যও তিনি। ১ জুন রাতে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগের ১৫তম শিরোপা জিতলে সেই ক্লাবও ছেড়ে যাবেন কার্লো আনচেলত্তি। তখন ৫ চ্যাম্পিয়নস লিগ জেতা একমাত্র কোচ হবেন এ ইতালিয়ান।

আরও পড়ুন

তবে চ্যাম্পিয়নস লিগ জেতা যতই অভ্যাসের ব্যাপার হোক, ফাইনাল মানেই ভিন্ন এক আবেগ ও উত্তেজনা। এই ম্যাচ আর পাঁচটি ম্যাচের মতো নয়। কোচ হিসেবে ফাইনালের সেই দিনটি আনচেলত্তি কীভাবে কাটাবেন, তা নিয়ে ভক্ত–সমর্থকদের আগ্রহ ও কৌতূহলেরও শেষ নেই।

সম্প্রতি বিষয়টি নিয়ে কথাও বলেছেন আনচেলত্তি। বলেছেন, ফাইনালের আগে পছন্দের খাবার খেয়ে কিছু সময় ঘুমানোর চেষ্টা করবেন তিনি। তবে ম্যাচ শুরুর আগে উত্তেজনা যে চূড়া স্পর্শ করবে, সেটি জানাতেও ভুললেন না অভিজ্ঞ এই কোচ। পাশাপাশি বলেছেন, ম্যাচের আগে দলকে বার্তা দেওয়ার সময় হৃদ্‌স্পন্দন বেড়ে যাওয়ার কথাও।

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল সামনে রেখে প্রস্তুত হচ্ছেন জুড বেলিংহামরা
এএফপি

ফাইনালের আগে নিজের কর্মকাণ্ড কেমন হবে, তা জানিয়ে আনচেলত্তি বলেছেন, ‘আমি খেতে পছন্দ করি। স্যামন মাছ আর পাস্তা খাব। তারপর এক ঘণ্টার একটা ঘুম দেব, যদি পারা যায় আর কী। টিম টকের (দলকে বার্তা দেওয়া) সময় আমার হৃদ্‌স্পন্দন বেড়ে ১২০ হবে এবং ম্যাচ শুরু হওয়ার আগে পর্যন্ত থাকবে। খেলা শুরু হয়ে গেলে সেটা স্বাভাবিক অবস্থায় নেমে আসবে।’

আরও পড়ুন

ফাইনালের আগে খেলোয়াড়দের মধ্যে থেকে চাপ কমানোর কাজটি কীভাবে করবেন, তা জানিয়ে আনচেলত্তি বলেছেন, ‘আমরা আক্রমণ এবং রক্ষণ—দুই বিভাগেই কাজ করাকে গুরুত্ব দিচ্ছি। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, যা করতে হবে, তা নিয়ে পরিষ্কার ধারণা থাকা...এমন কিছু চিন্তা করার দরকার নেই, যা চাপ বাড়াতে পারে।’