জুভেন্টাসের টানা দ্বিতীয় হার, পটারের অভিষেক পণ্ড

বেনফিকার হোয়াও মারিওর গোলছবি: উয়েফা

হারের পর সংবাদ সম্মেলনে প্রশ্নটি অবধারিত ছিল। জুভেন্টাসে কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি আর কত দিন? উত্তরটি অ্যালেগ্রির মুখেই শুনুন, 'এখানে চাকরি নিয়ে কোনো সমস্যা দেখি না আমি। ফুটবলে এমন সময় আসে।'

কোন সময়? চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে বেনফিকার কাছে ২-১ গোলে হেরেছে জুভেন্টাস। পিএসজির কাছে হেরেছে আগের ম্যাচও। অর্থাৎ, চ্যাম্পিয়নস লিগের শুরুতেই টানা দুই হার। সিরি আ-তে ৬ ম্যাচে ২ জয়ে পয়েন্ট টেবিলে আটে। দলের এমন পরিস্থিতি কোনো কোচের জন্য আর যাই হোক স্বাভাবিক হতে পারে না।

ম্যাচের ৪ মিনিটে আরকাদিউস মিলিকের গোলে এগিয়ে গিয়েছিল জুভেন্টাস। কিন্তু ৪৩ মিনিটে পেনাল্টি থেকে হোয়াও মারিওর গোলে সমতায় ফেরে বেনফিকা। ৫৫ মিনিটে ডেভিড নেরেজের গোলে জয় তুলে নেয় পর্তুগিজ ক্লাবটি। ১৯৯৭ সালের পর এই প্রথম ইতালিতে জয় পেল বেনফিকা।

২ ম্যাচে ০ পয়েন্ট নিয়ে 'এইচ' গ্রুপের তিনে জুভেন্টাস। শেষ ষোলোয় ওঠা ভীষণ কঠিন হয়ে উঠল তুরিনের ক্লাবটির জন্য। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে বেনফিকা। সমান ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি।

চেলসি ১-১ সালজবুর্গ

চেলসি কোচ হিসেবে গ্রাহাম পটারের অভিষেকটা ভালো হলো না। স্টামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সালজবুর্গের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইংলিশ ক্লাবটি।
ম্যাচে ৭৪ মিনিট পর্যন্ত রাহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে ছিল চেলসি। ৭৫ মিনিটে নোয়া ওকাফোর গোলে সমতায় অস্ট্রিয়ান ক্লাবটি।

আগের ম্যাচে দিনামো জাগরেবের কাছে ১-০ গোলে হারে চেলসি। ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে 'ই' গ্রুপের তলানিতে পটারের দল। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান। গ্রুপের অন্য ম্যাচে জাগরেবকে ৩-১ গোলে হারিয়েছে ইতালিয়ান ক্লাবটি। ২ ম্যাাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে জাগরেব।

নাপোলি ৩-০ রেঞ্জার্স

স্কটল্যান্ডের ক্লাব রেঞ্জার্সের মাঠে ৩-০ গোলের জয় পেয়েছে নাপোলি। ম্যাচের ৫৫ মিনিটে জেমস স্যান্ডস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় রেঞ্জার্স। এরপর ৬৮ থেকে ৯১ মিনিটের মধ্যে ৩ গোল আদায় করে নেয় ইতালিয়ান ক্লাবটি। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের শীর্ষে নাপোলি। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল ও তিনে আয়াক্স।