মাঠে আংটি পরতে মানা, যেভাবে রেফারিদের ফাঁকি দিলেন ভার্ডি

আঙুলে দুটি আংটি পরে খেলেছেন জেমি ভার্ডিছবি: সংগৃহীত

ঘটনাটা গত পরশুর। তবে আলোচনা চলছে। এলান্ড রোডে প্রিমিয়ার লিগের ম্যাচে লিডস ইউনাইটেডের সঙ্গে ১–১ গোলে ড্র করে লেস্টার সিটি। ৭০ মিনিটে বদলি হয়ে মাঠে নামার ১০ মিনিট পর লেস্টারের হয়ে সমতাসূচক গোল করেন স্ট্রাইকার জেমি ভার্ডি। তবে আলোচনাটা এই ম্যাচ কিংবা গোল নিয়ে নয়, ভার্ডির আংটি নিয়ে।

খোলাসা করে বলা যাক। ব্রাজিলিয়ান উইঙ্গার তেতের বদলি হয়ে মাঠে নামেন ভার্ডি। তিনি বাঁ হাতে গ্লাভ পরে মাঠে নেমেছিলেন। আর সেই গ্লাভের নিচে ছিল দুটি আংটি, আঙুলে পরা ছিল।

এদিকে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) নিয়ম হলো, নিরাপত্তার কারণে মাঠে খেলোয়াড়দের ‘সব ধরনের অলংকার পরা নিষিদ্ধ এবং অবশ্যই সেসব খুলে নামতে হবে।’

আরও পড়ুন

কিন্তু ভার্ডি গ্লাভের তলে আংটি লুকিয়ে দিব্যি খেলেছেন, গোলও করেছেন এবং ম্যাচ শেষে গ্লাভ খোলার পর তাঁর বাঁ হাতের অনামিকা ও তর্জনীতে আংটি দেখা গেছে।

লেস্টারের হয়ে সমতাসূচক গোল করেন স্ট্রাইকার জেমি ভার্ডি
ছবি: টুইটার

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ভার্ডির এ ঘটনার পর প্রিমিয়ার লিগের ম্যাচ অফিশিয়ালদের দায়িত্ব সম্পর্কে পুনরায় অবহিত করা হবে। ম্যাচের আগে খেলোয়াড়দের শরীরে অলংকার আছে কি না, এসবসহ অন্যান্য জিনিসও পরীক্ষা করার বিষয়টি মনে করিয়ে দেওয়া হবে। তবে নিয়ম ভাঙার জন্য ভার্ডিকে কোনো শাস্তি দেওয়া হয়নি। তবে টাইমস জানিয়েছে, কোনো খেলোয়াড় অলংকার খুলতে রাজি না হলে তাঁকে হলুদ কার্ড দেখানো যেতে পারে।

আরও পড়ুন

তবে ভার্ডির ক্ষেত্রে ভুলটা অফিশিয়ালদের। এ ম্যাচের রেফারি ছিলেন পল টিয়ের্নে। বদলি খেলোয়াড়দের শরীরে কোনো অলংকার আছে কি না, তা পরীক্ষার দায়িত্ব অবশ্য মাঠের মূল রেফারির নয়। এ দায়িত্ব ম্যাচের চতুর্থ অফিশিয়ালের। ভার্ডির ঘটনার পর পেশাদার গেম ম্যাচ অফিশিয়াল লিমিটেড বিষয়টি রেফারিদের পুনরায় অবহিত করবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

আরও পড়ুন