আনচেলত্তি বললেন, ‘আমরা সব ম্যাচ জিততে পারব না’

রিয়ালের কোচ কার্লো আনচেলত্তিএএফপি

জুড বেলিংহামের গোলে এগিয়ে যাওয়ার পরও জিততে পারেনি রিয়াল। লা লিগায় রিয়াল বেতিসের মাঠে পয়েন্ট হারিয়েছে তারা। আইতর রুবিয়ালের দারুণ এক গোলে সমতা ফিরিয়ে পয়েন্ট ভাগাভাগি করে বেতিস। এই ম্যাচে পয়েন্ট হারিয়ে এখন শীর্ষ স্থান হারানোর আশঙ্কায়ও আছে রিয়াল।

আজ রাতে বার্সেলোনার মাঠে জিরোনা যদি জিততে পারে, তবে শীর্ষে উঠবে তারা। এদিকে বেতিসের বিপক্ষে পয়েন্ট হারানোর পর রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, তাঁদের পক্ষে সব ম্যাচ জেতা সম্ভব নয়। পাশাপাশি ম্যাচ জিততে না পারলেও দলের খেলায় সন্তুষ্ট বলে মন্তব্য করেছেন রিয়ালের ইতালিয়ান কোচ।

আরও পড়ুন

এ ম্যাচে রিয়াল কোথায় ভুল করেছে, এমন এক প্রশ্নের উত্তরে ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, ‘সবচেয়ে খারাপ যে ব্যাপারটি হয়েছে, তা হলো তারা দারুণ একটি গোল করেছে। রুবিয়াল অসাধারণ একটি গোল করেছে। আর এই গোলে তারা সমতায় ফিরেছে। আপনি প্রতিটি ম্যাচ জিততে পারবেন না। আমরা ভালো খেলেছি এবং আমরা ভবিষ্যতেও ভালো খেলব।’

পয়েন্ট হারিয়ে শীর্ষ স্থান হারানোর আশঙ্কা থাকলেও আনচেলত্তি অবশ্য এই ফলকে ইতিবাচকভাবেই দেখছেন, ‘আমার মনে হয় এই ফল ভালো। আমি নিজেদের খেলার মধ্যে ছিলাম, যেটা ভালো ব্যাপার। আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করেছি এবং প্রতিপক্ষও ভালো খেলেছে। খুশি মনেই বাড়ি ফিরব, আর আমরা কিন্তু এখনো শীর্ষে আছি। এই মাঠে খেলা এমনিতেই কঠিন। আমরা এখন পরের ম্যাচগুলো নিয়েই ভাবছি।’

বেতিসের মাঠে পয়েন্ট হারিয়েছে রিয়াল
এএফপি

আনচেলত্তি এরপর যোগ করেন, ‘এটা ভালো ম্যাচ ছিল। দুই দলই ভালো খেলেছে। এই ফলও তাই ঠিক আছে। ম্যাচ যখন আমাদের নিয়ন্ত্রণে ছিল, তখনই বল হারিয়ে আমরা গোল খেয়েছি। হার তাদের প্রাপ্য ছিল না। তারাও আমাদের মতো ভালো খেলেছে।’

বেতিসের মাঠে এই ড্রকে ‘ছোটখাটো একটি ধাক্কা’ বলে মন্তব্য করেছেন রিয়াল মিডফিল্ডার বেলিংহাম। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘চলার পথে ছোট ধাক্কা। কিন্তু আমরা পয়েন্ট পেয়েছি। সামনে এগিয়ে যেতে হবে।’

আরও পড়ুন

এই ড্রয়ের পর ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে জিরোনার পয়েন্ট ৩৮। ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। চতুর্থ স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ১৪ ম্যাচে ৩১।
রিয়াল পরের ম্যাচ খেলবে চ্যাম্পিয়নস লিগে। আগামী বুধবার রাতে ইউনিয়ন বার্লিনের মাঠে আতিথ্য নেবে তারা। আর লা লিগায় তারা পরের ম্যাচ খেলবে ১৮ ডিসেম্বর। সেই ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ ভিয়ারিয়াল।