হত্যার হুমকি নিয়ে দি মারিয়া: এখন সবকিছুই শান্ত

আনহেল দি মারিয়ারয়টার্স

রোজারিওতে ফিরলে তাঁর পরিবারের কাউকে হত্যা করা হবে—গত মাসে এমন একটা হুমকি পেয়েছিলেন আনহেল দি মারিয়া।
এরপর স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন এই উইঙ্গারের মানসিক অবস্থা খুব একটা ভালো থাকার কথা নয়। কিন্তু সেই মানসিক অবস্থা নিয়েই তিনি আর্জেন্টিনার হয়ে খেলেছেন, গোল করেছেন, দলকে জিতিয়েছেন। খেলে যাচ্ছেন ক্লাব বেনফিকার হয়েও। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে গতকাল দি মারিয়া গোলও পেয়েছেন। মার্শেইয়ের বিপক্ষে প্রথম লেগটা বেনফিকাও জিতেছে ২-১ গোলে। ম্যাচের পরই তাঁর কাছে জানতে চাওয়া হয়, এখন মানসিক অবস্থা কেমন? আর্জেন্টাইন ফরোয়ার্ড অবশ্য বলেছেন, ‘আমি ভালো আছি, আমি শান্ত। একটা কঠিন সময় গেছে, একটা বড় সমস্যা। কিন্তু এখন সবকিছুই শান্ত।’

আরও পড়ুন

দুশ্চিন্তা কেটে যাওয়ার একটা কারণ হতে পারে, হুমকিদাতারা আটক হওয়া। সপ্তাহ দুয়েক আগে দি মারিয়ার পরিবারকে হুমকি দেওয়া তিন মাদক সন্ত্রাসীকে আটক করে রোজারিও পুলিশ। আর্জেন্টিনার এই শহর এমনিতেই মাদক সন্ত্রাসীদের আখড়া। অপরাধপ্রবণতাও বেশি। তবে রোজারিও পুলিশ ধারণা করছে, আপাতত দি মারিয়া ও তাঁর পরিবার হুমকিজনিত কোনো শঙ্কার মধ্যে নেই।

বেনফিকার হয়ে গতকাল মার্শেইয়ের বিপক্ষে গোলের পর আনহেল দি মারিয়া
রয়টার্স

সর্বশেষ কোপার ফাইনালে দি মারিয়ার একমাত্র গোলেই ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। গোল পেয়েছেন ফ্রান্সের বিপক্ষে ২০২২ বিশ্বকাপের ফাইনালেও। এবার কোপার পরই আর্জেন্টিনার জার্সিটা তুলে রাখবেন, এই ঘোষণাও আগেই দিয়ে রেখেছেন। জুন-জুলাইয়ে হতে যাওয়া সেই কোপা আমেরিকার দলে লিওনেল মেসির সঙ্গে এখন পর্যন্ত একমাত্র দি মারিয়ার জায়গাই নিশ্চিত, এই ঘোষণাও দিয়ে রেখেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

আরও পড়ুন

জাতীয় দল থেকে অবসরের আগে ৩৬ বছর বয়সী এই উইঙ্গার নিশ্চয়ই চাইবেন শেষটা রাঙিয়ে যেতে। পাশাপাশি ক্লাবের হয়েও মৌসুমটা যত ভালোভাবে পারা যায় শেষ করার ইচ্ছা দি মারিয়ার, ‘আমি সব সময় কোচকে বলি, আমি খেলতে চাই। কোচও আমাকে অনেক আত্মবিশ্বাস দেন। আমার লক্ষ্য ক্লাবের হয়ে আরও শিরোপা জেতা। ভবিষ্যতে কী হবে আমি জানি না।’
দি মারিয়ার সঙ্গে বেনফিকার বর্তমান চুক্তি শেষ হবে এ বছরের ৩০ জুন।

আরও পড়ুন