রোনালদোর চোটে চীনে ম্যাচ বাতিল আল নাসরের

ক্রিস্টিয়ানো রোনালদোএএফপি


ক্রিস্টিয়ানো রোনালদোর চোটের গুঞ্জন আগে থেকেই ছিল। পায়ের পেশিতে চোট পাওয়ায় চীনে নির্ধারিত দুটি প্রীতি ম্যাচ তো বটেই, লিওনেল মেসির ইন্টার মায়ামির বিপক্ষে ম্যাচেও রোনালদোর খেলা নিয়ে শঙ্কার কথা শোনা যাচ্ছিল। মেসিদের বিপক্ষে ম্যাচটি নিয়ে এখনো কিছু জানা না গেলেও রোনালদোর চোটে চীনের প্রীতি ম্যাচ দুটি স্থগিত করেছে আল নাসর।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে ম্যাচ স্থগিত করার কথা জানিয়েছে ক্লাবটি। চীন সফরে আগামীকাল সন্ধ্যায় সাংহাই সিনহুয়া এবং ২৮ জানুয়ারি জেজিয়াংয়ের বিপক্ষে খেলার কথা ছিল রোনালদোদের। ম্যাচ স্থগিত করা নিয়ে নিজের হতাশার কথা জানিয়েছেন রোনালদোও। বলেছেন, ফুটবলে কিছু বিষয় নিজেদের নিয়ন্ত্রণে থাকে না।

আরও পড়ুন

বিবৃতিতে আল নাসর বলেছে, ‘আমরা দুঃখের সঙ্গে ঘোষণা করছি যে দুর্ভাগ্যজনকভাবে এবং আল নাসরের নিয়ন্ত্রণের বাইরে থাকার কারণে ২৪ ও ২৮ জানুয়ারির ম্যাচ দুটি স্থগিত করতে হচ্ছে। পরবর্তী সময়ে নতুন করে তারিখ ঠিক করা হবে।’ এ সময় আয়োজকদের সঙ্গে আলাপ করে নতুন করে তারিখ ঠিক করা হবে বলেও বিবৃতিতে জানিয়েছে ক্লাবটি।

ম্যাচ বাতিল হওয়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে রোনালদো বলেছেন, ‘আপনারা জানেন যে ফুটবলে কিছু বিষয় আপনার নিয়ন্ত্রণে থাকে না। আমি ২২ বছর ধরে ফুটবল খেলছি এবং আমি এমন খেলোয়াড় যে খুব বেশি চোটে পড়িনি। তাই আমার খুব মন খারাপ। কারণ, আল নাসর এবং আমি চীনে সফরটা উপভোগ করতেই এসেছি। আমি ২০০৩–০৪ সাল থেকে চীনে আসছি। এটা আমার কাছে ঘরের মতোই। আমার দ্বিতীয় ঘর। আমি এখানে নিজেকে বিশেষ অনুভব করি। আমার মন খারাপ। আমি জানি, আপনাদেরও মন খারাপ। বিশেষ করে সেসব মানুষ, যাঁরা ক্রিস্টিয়ানোকে ভালোবাসেন।’

ম্যাচ খেলতে আবার চীনে ফিরে আসবেন জানিয়ে রোনালদো আরও বলেছেন, ‘আমাদের এটাকে ইতিবাচকভাবে দেখতে হবে। আমাদের ম্যাচ বাতিল করতে হবে। আমরা ম্যাচ খেলার জন্য জোর চেষ্টা করব এবং আবার এখানে ফিরে আসব। দুর্ভাগ্যজনকভাবে আমার কিছু সমস্যা আছে। কিন্তু এটা ফুটবল এবং আমার জীবনের অংশ।’ চীনের মানুষদের খুশি করতে আবার ফিরে আসার প্রত্যয় জানিয়ে রোনালদো বলেছেন, ‘চীনের মানুষদের খুশি করতে আমরা ফিরে আসব। এটা আমার লক্ষ্য। আমি আপনাদের জন্য খেলতে চাই। কষ্ট পাবেন না। কারণ, আমি কষ্ট পাচ্ছি। আমি আশা করব, আপনারা একজন ফুটবল খেলোয়াড়ের পরিস্থিতিটা বুঝতে পারবেন।’

আরও পড়ুন

এদিকে আগামী ১ ফেব্রুয়ারি সৌদি আরবে রিয়াদ সিজন কাপে মুখোমুখি হবে আল নাসর ও ইন্টার মায়ামি। সেই ম্যাচ দিয়ে মুখোমুখি হওয়ার কথা ছিল মেসি ও রোনালদোর। তবে চোটের কারণে বহুল প্রতীক্ষিত সেই ম্যাচে রোনালদোর খেলা হয় কি না, সেটাই দেখার অপেক্ষা।