লা লিগায় জিরোনা-চমক, প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলা

বার্সেলোনাকে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার পর জিরোনার খেলোয়াড়দের উচ্ছ্বাসছবি: এএফপি

ইউরোপের শীর্ষ পাঁচটি লিগই প্রায় অর্ধেক পথ পার করে ফেলেছে। শিরোপার লড়াইটাও বেশ জমে উঠেছে, বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও বুন্দেসলিগায়। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ৩ ড্র আর ১টি হারের পর ম্যানচেস্টার সিটি কাল লুটনের বিপক্ষে ২-১ গোলের জয়ে ঘুরে দাঁড়িয়েছে। এরপরও অবশ্য তারা পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে। আগের সপ্তাহে সিটি আর এ সপ্তাহে আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগে চমক দেখিয়েছে অ্যাস্টন ভিলা। পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে তারা।

লা লিগার চমকের নাম জিরোনা। রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনাকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষে মিখেলের দল। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখকে পেছনে ফেলে শীর্ষে আছে লেভারকুসেন। ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে অবশ্য বরাবরের মতোই শীর্ষে পিএসজি। চমক নেই সিরি ‘আ’তেও। বড় দলগুলোই যথারীতি পয়েন্ট তালিকার ওপরের দিকে আছে।