নেইমারকে কি সামনের সপ্তাহেই সই করাবে আল হিলাল

নেইমার কি আল হিলালে যাচ্ছেন?ছবি: রয়টার্স

খবরটি জানাতে গিয়ে সৌদি আরবের এক জনপ্রিয় সাংবাদিক রহস্য রাখারই চেষ্টা করেছেন। তিনি জানিয়েছেন, সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল আগামী সপ্তাহে এমন এক বিশ্বখ্যাত ফুটবলারকে সই করাতে যাচ্ছে, যা সারা বিশ্বে আলোচনার বিষয় হয়ে উঠবে। আহমেদ আল আজলান নামের সেই সাংবাদিক আরও বলেছেন, সেই খেলোয়াড়ের প্রতি এ মৌসুমে বার্সেলোনার মতো ক্লাবও আগ্রহী। রহস্য-টহস্য করলেও তাঁর কথা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, সেই ‘বিশ্বখ্যাত ফুটবলারের’ নাম নেইমার

টুইটারে আহমেদ আল আজলানের অনুসারীর সংখ্যা প্রায় ৬ লাখ। শনিবার প্যান আরব চ্যানেল এমবিসি-১-এর এক অনুষ্ঠানে আজলান বলেন, তাঁর কাছে তথ্য আছে আল হিলাল আগামী সপ্তাহে এমন একজন খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করাতে যাচ্ছে, যা এই মৌসুমের সেরা ঘটনা হবে, বিশ্বকে নাড়িয়ে দেবে। সঙ্গে এ-ও যোগ করেন যে ওই খেলোয়াড়ের দেশের নাম বললেই সবাই চিনে যাবে।

পরে কাতারভিত্তিক বিইএন স্পোর্টসের সাংবাদিক খালেদ ওয়ালিদও টুইট করে একই খবর জানান। তিনি টুইটে জানিয়েছেন, আল হিলাল যে খেলোয়াড়টিকে সই করাতে যাচ্ছে, তাঁকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে বার্সেলোনা। ওয়ালিদ ও আজলানের টুইট ও টক শোর মন্তব্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ফোর্বস। যেখানে নাম না প্রকাশ করা খেলোয়াড়টি ব্রাজিল তারকা নেইমার বলে ধারণা করা হচ্ছে বলে উল্লেখ করা হয়।

নেইমারকে বিক্রি করে দিতে চায় পিএসজি
ছবি: এএফপি

এর আগে এমবিসির সাংবাদিক আজলান জানান, সৌদি আরবের সরকারি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) এরই মধ্যে প্রো লিগের চারটি ক্লাবের দায়িত্ব নিয়েছে। প্রতিটি ক্লাবকেই পিআইএফ তিনজন করে তারকা ফুটবলার কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। চারটি ক্লাব হচ্ছে—আল নাসর, আল হিলাল, আল ইত্তিহাদ ও আল আহলি।

৩১ বছর বয়সী নেইমার এ মুহূর্তে পিএসজি ছেড়ে অন্য কোথাও যেতে চাচ্ছেন। তবে খুব বেশি ক্লাব এখনো তাঁর প্রতি আগ্রহী হয়ে ওঠেনি। কিছুদিন আগে সিবিএস নিউজ খবর দিয়েছিল ব্রাজিল তারকা সৌদি আরব থেকে প্রস্তাব পেয়েছেন। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে বড় অঙ্কের অর্থ প্রস্তাব দিয়েও রাজি করাতে না পেরে আল হিলাল কর্তৃপক্ষ নেইমারের প্রতি আগ্রহী হয়ে উঠেছিল। এ মাসের শুরুর দিকে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মেসি জানিয়ে দেন, তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দিতে যাচ্ছেন। এর আগে বার্তা সংস্থা এএফপি গত মাসে খবর দিয়েছিল, মেসি নাকি সৌদি আরবের একটি ক্লাবের সঙ্গে কথাবার্তা পাকা করে ফেলেছেন। এমনকি নতুন চুক্তির ব্যাপারে সম্মতিও দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত মেসি সৌদি আরবের বিশাল অঙ্কের প্রস্তাব গ্রহণ করেননি।

আরও পড়ুন
মেসিকে না পেয়ে নেইমারের দিকে হাত বাড়িয়েছে আল হিলাল
ছবি: টুইটার

সিবিএস আগে জানিয়েছিল, নেইমারকে সৌদি আরব থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে, সেটি কোনোভাবেই ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে কম কিছু নয়। গত জানুয়ারি মাসে বছরে ২০ কোটি ডলার পারিশ্রমিকে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন রোনালদো। ২০১৭ সালে বার্সেলোনাকে ২২ কোটি ইউরোরও বেশি রিলিজ ক্লজ পরিশোধ করে নেইমারকে কিনে নিয়েছিল পিএসজি। এখন পর্যন্ত সেটিই ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার ফি পরিশোধের ঘটনা । তবে গত ছয় বছরে পিএসজিতে জল অনেক গড়িয়েছে। নেইমার এখন প্যারিস ছাড়তে মুখিয়ে আছেন। পিএসজি সমর্থকেরাও নেইমারের প্রতি ভালোবাসা ও আগ্রহ হারিয়েছেন। কিছুদিন আগে নেইমারের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ করেছে পিএসজি সমর্থকেরা। তাঁদের দাবি, নেইমার যেন ক্লাব ছেড়ে যান।

আরও পড়ুন
নেইমার কি সৌদি আরবে যেতে আগ্রহী
ছবি: রয়টার্স

এর পর থেকেই নেইমারও পিএসজি ছাড়তে চান, পিএসজিও তাঁকে বিক্রি করে কিছু অর্থ কামিয়ে নিতে চায়। কিন্তু নেইমার কোথায় যাবেন, এমন কানাঘুষার মধ্যেই সৌদি ও কাতারের সাংবাদিকেরা এমন খবর দিলেন।

যদিও আরএমসি স্পোর্টস কিছুদিন আগে সংবাদ দিয়েছিল, নেইমার এখনই সৌদি লিগে খেলতে যাওয়ার ব্যাপারে আগ্রহী নন। তবে সৌদি আরবের সেই সাংবাদিকের বরাতে ফোর্বস বলছে, আগে রাজি না থাকলেও নেইমার যে এখন রাজি হবেন না, এমন কোনো কারণ নেই। সৌদি ক্লাব আল হিলাল যদি অর্থের থলে দিয়ে ব্রাজিল তারকাকে রাজি করিয়ে ফেলে, তাহলে অবাক হওয়ার কিছুই নেই।

তবে এটা ঠিক, সৌদি সাংবাদিক আহমেদ আল আজলানের সংবাদটি সত্য কি না, সেটি নিশ্চিত হতে ফুটবলপ্রেমীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।