আল নাসরের জয়ে গোল করে শীর্ষে রোনালদো

চলতি বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে রোনালদোর গোল ৫১টিএক্স/ ক্রিস্টিয়ানো রোনালদো

আবারও গোল পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল ইত্তিফাকের বিপক্ষে ৩–১ গোলে আল নাসরের জয়ের ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছেন পর্তুগিজ তারকা।

চলতি বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাঁর ৫১তম গোল। আল নাসরের হয়ে বাকি ২টি গোল করেছেন অ্যালেক্স তেলেস ও মার্সেল ব্রজোভিচ। এ জয়ের পর ১৭ ম্যাচে আল নাসরের পয়েন্ট ৪০। ১৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আল হিলাল।

আরও পড়ুন

সর্বশেষ ম্যাচে আল রিয়াদকে ৪–১ গোলে হারানো আল নাসর এই ম্যাচেও শুরু থেকেই দাপট দেখায়। ম্যাচের ৮ মিনিটে ফ্রি কিক থেকে রোনালদোর নেওয়া শট ঠেকিয়ে দেন আল ইত্তিফাকের গোলকিপার পাওলো ভিক্টর। ১৪ মিনিটে আবারও সুযোগ পায় আল নাসর। ওতাভিওর বাড়িয়ে দেওয়া বলে সাদিও মানের নেওয়া শট গোলপোস্টে ছিল না।

আল নাসর প্রথম গোলটি পায় ম্যাচের ৪৩ মিনিটে। গোল করেন আল নাসরের ব্রাজিলিয়ান ফুটবলার তেলেস। আল ইত্তিফাকের ডিফেন্ডার হেড দিয়ে বল ক্লিয়ার করলে সেই বল যায় তেলেসের সামনে। এরপর বক্সের বেশ খানিকটা বাইরে ভলি থেকে জোরালো শটে গোল করেন তেলেস। আল নাসরের পরের গোলটিও আসে আল ইত্তিফাক ডিফেন্ডারের ভুলকে কাজে লাগিয়ে। ৫৯ মিনিটে আল ইত্তিফাকের ডিফেন্ডারের ভুল আর রোনালদোর সহায়তায় গোল করেন ব্রজোভিচ।

রোনালদো গোল করেন ম্যাচের ৭৩ মিনিটে। বাঁ দিক থেকে ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢোকেন সাদিও মানে। এরপর হ্যান্ডবল হলে পেনাল্টি পায় আল নাসর। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি রোনালদো।

চলতি মৌসুমে সৌদি প্রো লিগে রোনালদোর গোল ১৭টি, যা লিগে সর্বোচ্চ। এ ম্যাচের আগে ১৬ গোল নিয়ে আল হিলালের আলেক্সান্দার মিতরোভিচের সঙ্গে যৌথভাবে শীর্ষ গোলদাতা ছিলেন পর্তুগিজ তারকা। আজ মিতরোভিচকে ছাড়িয়ে গেলেন।  

৮৫ মিনিটে সান্ত্বনাসূচক গোল পায় আল ইত্তিফাক। সাবেক লিভারপুল তারকা জর্জিনিও ভাইনালডামের বাড়ানো বলে ব্যবধান কমান মোহাম্মদ কুইয়াইকিবি।

আরও পড়ুন