মেসিদের সঙ্গে বাংলাদেশের বিকাশ

দুই দেশের সম্পর্কটা নতুন মাত্রা পেয়েছিল গত বছর কাতার বিশ্বকাপের সময়। আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে বাংলাদেশের মানুষের তীব্র আবেগ, লিওনেল মেসিদের প্রতি প্রবল ভালোবাসা ছুঁয়ে গিয়েছিল আর্জেন্টিনার মানুষদেরও। ফুটবল থেকে যে ভালোবাসার জন্ম, সেটা নতুন করে চাঙা করে তোলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কও। এরই ধারাবাহিকতায় এবার দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রেও খুলল এক নতুন দুয়ার। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে ব্র্যান্ড পার্টনারশিপ হচ্ছে বাংলাদেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ–এর।

আজ রাত ৮টার দিকে এএফএ-এর ওয়েবসাইটে এটির আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে প্রথম ও একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের ব্র্যান্ড পার্টনার হলো বিকাশ। এই উদ্যোগ স্বপ্নের ফুটবল সুপারস্টারদের বাংলাদেশের ভক্ত-অনুরাগীদের আরও কাছাকাছি এনে দেবে বলেও আশাবাদ প্রকাশ করা হয়েছে এতে।

আরও পড়ুন

এএফএ’র ঘোষণায় বলা হয়, ‘এশিয়া অঞ্চলে আর্জেন্টিনা ফুটবল দলের ব্যাপক জনপ্রিয়তা দেখে এএফএ-এর বিপণন বিভাগ এই অঞ্চলে তাদের ব্র্যান্ড সম্প্রসারণের কর্মসূচি গ্রহণ করে। দীর্ঘদিন ধরে বাজার যাচাইয়ের পর বাংলাদেশ, ভারত, চীন ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নানা ধরনের ব্র্যান্ড সম্প্রসারণ কর্মসূচি নেওয়া হয়। এই উদ্যোগের অংশ হিসেবেই বাংলাদেশের অন্যতম সেরা ব্র্যান্ড বিকাশকে বেছে নিয়েছে এএফএ।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘২০২২ বিশ্বকাপেও আর্জেন্টিনা দল বাংলাদেশি ভক্তদের কাছ থেকে যে অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা পেয়েছে, সেই আবেগ আর প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই বিশ্বকাপজয়ী দলের সঙ্গে বিকাশের এই ব্র্যান্ড পার্টনারশিপ।’

কাতারে বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা
ফাইল ছবি: এএফপি

সেই ডিয়েগো ম্যারাডোনার সময় থেকেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মনে আর্জেন্টিনার প্রতি বিশেষ ভালোবাসা। তবে কাতার বিশ্বকাপে বাংলাদেশের এই আর্জেন্টিনা-সমর্থন খবর হয়ে উঠে আসে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও। সামাজিক যোগাযোগমাধ্যমে ফিফাও আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের তুমুল সমর্থনের ছবি ও ভিডিও পোস্ট করেছিল। এতে আর্জেন্টিনার ক্রীড়াপ্রেমী মানুষের সঙ্গে বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের অদৃশ্য এক বন্ধন গড়ে ওঠে। বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন জানিয়ে একটি পেজও খুলেছেন আর্জেন্টাইনরা। এই সম্পর্ককে নতুন মাত্রা দিয়ে নতুন করে বাংলাদেশে দূতাবাসও চালু করে আর্জেন্টিনা। সব মিলিয়ে কাতার বিশ্বকাপের পর আর্জেন্টাইনদের সঙ্গে বাংলাদেশি ক্রীড়াপ্রেমীদের একটা আত্মিক বন্ধন তৈরি হয়েছে বলা যায়।

আরও পড়ুন
আরও পড়ুন

এবার বিকাশ-এএফএ ব্র্যান্ড পার্টনারশিপের ঘোষণা দিয়ে এএফএ-এর সভাপতি ক্লদিও ফ্যাবিয়ান তাপিয়া বিবৃতিতে বলেছেন, ‘আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল পুরো বিশ্বকাপজুড়েই বাংলাদেশিদের অকুণ্ঠ সমর্থন পেয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রথম বাংলাদেশি আঞ্চলিক ব্র্যান্ড পার্টনার হিসেবে বিশ্বনন্দিত ফিনটেক কোম্পানি বিকাশকে পেয়ে ভীষণ আনন্দিত। এ রকম অংশীদারত্বের ফলে আমরা নতুন নতুন অঞ্চলগুলোতে যেতে পারব, যেখানে আমাদের জাতীয় ফুটবল দলের অগণিত ভক্ত রয়েছেন। এই অনন্য অভিযাত্রায় আমরা বিকাশকে স্বাগত জানাই।’

কাতারে বিশ্বকাপ জয়ে বাংলাদেশ থেকে তুমুল সমর্থন পেয়েছে আর্জেন্টিনা
ছবি : ফিফা

বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, ‘২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি বাংলাদেশি ভক্তদের প্রাণঢালা সমর্থন বিশ্বব্যাপী অকুণ্ঠ প্রশংসা পেয়েছে। একইভাবে বাংলাদেশের শক্তিশালী প্রবৃদ্ধির গল্পও এখন বিশ্বব্যাপী নন্দিত। সমৃদ্ধির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে আমাদের জনগণের নিরলস প্রচেষ্টা শিগগিরই বাংলাদেশকে একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে চলেছে। এই প্রত্যাশার আলোকেই, বিশ্বের শীর্ষ ফুটবল দল আর্জেন্টিনা এবং লিওনেল মেসির মতো খেলোয়াড়রা বাংলাদেশের সবচেয়ে প্রিয় ব্র্যান্ড বিকাশ-এর সহযোগী হতে আগ্রহী হয়েছে। খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে এই অংশীদারত্ব সৌহার্দ্যের এক নতুন দিগন্ত উন্মোচন করবে, পাশাপাশি সারা বিশ্বের কাছে বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্পকে আরও গভীরভাবে জানাতে সাহায্য করবে।’

আরও পড়ুন