সুইসদের হারালেই দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল

অনুশীলনে খোশমেজাজে দেখা গেছে রিচার্লিসনদেরছবি: রয়টার্স

দোহায় আজ বাংলাদেশ সময় রাত ১০টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। এই (জি) গ্রুপ থেকে আজ বিকেলের ম্যাচে ক্যামেরুনের সঙ্গে ৩-৩ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগ করেছে সার্বিয়া। তাতে এই গ্রুপের সমীকরণ আরও স্পষ্ট হয়ে উঠল।

তার আগে ব্রাজিল-সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার অতীত ইতিহাস একটু দেখে নেওয়া যাক। ১৯৫০ বিশ্বকাপ থেকে শুরু হয়ে দুই দল এ পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়েছে। ৩ বার জিতেছে ব্রাজিল, ২টি জয় সুইজারল্যান্ডের। বাকি ৪ ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপে কিন্তু সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিল কখনো জিততে পারেনি।

১৯৫০ বিশ্বকাপে গ্রুপ পর্বে সুইসদের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল ব্রাজিল। ৬৮ বছর পর গত বিশ্বকাপে আবারও গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের মুখোমুখি হয়ে ১-১ গোলে ড্র করে তিতের দল।

আরও পড়ুন

সুইসদের বিপক্ষে ব্রাজিলের সর্বশেষ জয় ২০০৬ সালে প্রীতি ম্যাচে ২-১ গোলে। এর অর্থ হলো, ব্রাজিল প্রথম ম্যাচে দুরন্ত জয় পেলেও সুইসদের বিপক্ষে খানিকটা দুশ্চিন্তা থেকেই যায়। বিশ্বকাপে যে দলটির বিপক্ষে এর আগে কখনো জিততে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সর্বশেষ জয়ের স্মৃতিও দুই যুগের বেশি সময় আগে।

এবার ‘জি’ গ্রুপের পয়েন্ট টেবিলে দৃষ্টি ফেরানো যাক। সার্বিয়ার বিপক্ষে জিতে ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। প্রথম ম্যাচে কোনো গোল হজম না করায় এবং প্রতিপক্ষের জালে ২ গোল দেওয়ায় গোল ব্যবধানেও (২) বাকিদের চেয়ে গ্রুপে এগিয়ে তিতের দল। সুইজারল্যান্ড ক্যামেরুনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচর ১-০ গোলে জিতেছিল। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে সুইজারল্যান্ড। গোল ব্যবধানেও (১) ব্রাজিলের পরেই তাদের অবস্থান। ২ ম্যাচে ১ পয়েন্ট পেয়ে তৃতীয় ক্যামেরুন গোল ব্যবধানেও তৃতীয় (-১)। আফ্রিকার দেশটির সমান পয়েন্ট নিয়েও চারে সার্বিয়া। গোল ব্যবধানে (-২) পিছিয়ে পূর্ব ইউরোপের দেশটি।

আরও পড়ুন

এবার এই গ্রুপের দ্বিতীয় রাউন্ডে ওঠার সমীকরণে তাকানো যাক। ব্রাজিল আজ জিতলেই কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করবে। কীভাবে—সেই হিসাবটা একটু দেখে নেওয়া যাক। ধরা যাক, আজ সুইসদের বিপক্ষে জিতবে ব্রাজিল। তাতে ব্রাজিলের হবে ৬ পয়েন্ট। তখন ক্যামেরুনের বিপক্ষে ম্যাচটি শুধু হাতে থাকবে তিতের দলের।

আর সুইসরা শেষ ম্যাচটি খেলবে সার্বিয়ার বিপক্ষে। এ ম্যাচ সুইসরা জিতলেই ব্রাজিল ও সুইজারল্যান্ড শেষ ষোলোয় উঠে যাবে। তখন ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিল হারলেও তা দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে বাধা হয়ে দাঁড়াবে না। কেননা, ৬ পয়েন্ট পাওয়া ব্রাজিল তখন গ্রুপের দুটি শীর্ষ দলের মধ্যেই থাকবে আর প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল জায়গা করে নেবে দ্বিতীয় রাউন্ডে।

এবার অন্য হিসাবে তাকানো যাক। ব্রাজিল যদি আজ হারে! তখন শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে ব্রাজিলকে। সেই ম্যাচে ক্যামেরুনের সঙ্গে ড্র করেও ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে যেতে পারে ব্রাজিল।

বিষয়টি আরও জটিল হতে পারে যদি আজ ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচটি ড্র হয়। তখন দুই দলেরই পয়েন্ট হবে ৪। আর শেষ ম্যাচে সুইসরা ও ব্রাজিল হারলে জমে উঠবে পয়েন্ট টেবিল। সবার সংগ্রহই হবে সমান ৪ পয়েন্ট। তখন গোল ব্যবধান হিসেবে আসবে। তবে আজকের ম্যাচ ড্র করে ব্রাজিল ও সুইজারল্যান্ড নিজেদের শেষ ম্যাচ জিতলে কোনো সমীকরণই এই দুটি দলকে দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে বাধা হতে পারবে না।

কিন্তু এসব সমীকরণের হিসাব ব্রাজিল নিশ্চয়ই করবে না। আজ জিতলেই যেহেতু দ্বিতীয় রাউন্ড—তাই জয়টাই লক্ষ্য থাকবে তিতের দলের।