রিয়াল কোচ আলোনসোর বেতন কত
এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ, সর্বশেষ মৌসুমে সবচেয়ে বেশি আয়ও করেছে রিয়ালই। এ ছাড়া বিশ্বজুড়ে জনপ্রিয়তায় এবং মাঠের ফুটবলে সাফল্যেও শীর্ষের দিকে অবস্থান স্প্যানিশ ক্লাবটির। ফুটবল ‘ব্র্যান্ড’ হিসেবে সবচেয়ে মূল্যবান হয়ে ওঠা রিয়াল তার কোচ, খেলোয়াড়দের পেছনে অর্থও ব্যয় করে বিপুল পরিমাণ।
চলতি ২০২৫-২৬ মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন নতুন কোচ জাবি আলোনসো। ৪৩ বছর বয়সী আলোনসো একসময় রিয়াল মাদ্রিদেরই খেলোয়াড় ছিলেন। কোচ হিসেবে রিয়াল তাঁকে বেশ ভালো অঙ্কের অর্থই দিতে যাচ্ছে।
সাবেক স্পেন মিডফিল্ডারের বাৎসরিক আয় নিয়ে ‘সেলিব্রিটি নেট ওর্থ’-এর বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কা। সেখানে বলা হয়েছে, আলোনসোর সম্পদের পরিমাণ প্রায় ৬ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৭৩৫ কোটি টাকার বেশি।
আলোনসোর সম্পদের উৎস বেশ কয়েকটি।
১. খেলোয়াড়ি জীবনের বেতন-বোনাস: ১৭ বছর পেশাদার খেলোয়াড় হিসেবে কাটিয়েছেন আলোনসো। স্পেন জাতীয় দল ও রিয়াল মাদ্রিদ ছাড়াও খেলেছেন লিভারপুল, বায়ার্ন মিউনিখের মতো দলে। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ এবং রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগসহ বেশ কিছু ট্রফি জিতেছেন। যে কারণে বেতনের সঙ্গে বোনাসও পেয়েছেন ভালো অঙ্কের।
২. বাণিজ্যিক চুক্তি: আলোনসো বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে জড়িত ছিলেন। যেমন অ্যাডিডাস। এখান থেকে অর্থ আয় করেছেন টানা কয়েক মৌসুম।
৩. কোচিং: রিয়াল মাদ্রিদের আগে বায়ার লেভারকুসেন ও রিয়াল সোসিয়েদাদ বি দলের কোচ ছিলেন আলোনসো।
৪. বিনিয়োগ: কোন খাতে কত বিনিয়োগ সেটা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে আবাসনসহ বিভিন্ন খাতে সম্পদ আছে আলোনসোর।
রিয়ালে কেমন বেতন পাচ্ছেন?
আলোনসোর সঙ্গে চুক্তিতে বেতন-ভাতা বা সুযোগ-সুবিধা কেমন, এ বিষয়ে রিয়াল মাদ্রিদ কোনো তথ্য প্রকাশ করেনি। তবে ইউরোপীয় ক্রীড়া সংবাদমাধ্যম বোলাভিআইপি জানিয়েছে, আলোনসোর সঙ্গে ২০২৮ সালের জুন পর্যন্ত মেয়াদে তিন বছরের চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ।
তাঁর বাৎসরিক পারিশ্রমিক হবে ৭৫ থেকে ৯৬ লাখ মার্কিন ডলারের মধ্যে, যা বাংলাদেশি মুদ্রায় ৯২ কোটি থেকে প্রায় ১১৮ কোটি টাকা। আর এর সঙ্গে বিভিন্ন ধরনের বোনাস তো থাকছেই।