আগামী ফেব্রুয়ারিতে রিয়াদ সিজন কাপে লিওনেল মেসির মুখোমুখি হবেন ক্রিস্টিয়ানো রোনালদো। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই ম্যাচ দিয়ে দুই কিংবদন্তি ফুটবল মাঠে শেষবারের মতো মুখোমুখি হতে পারেন।

আরও পড়ুন

ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচের একাদশ যেমন হতে পারে

এএফপি জানিয়েছে, রিয়াদ সিজন কাপে আল নাসর ও আল-হিলালের পাশাপাশি মেসির ক্লাব ইন্টার মায়ামিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টের দিন-তারিখ অবশ্য এখনো জানানো হয়নি। ৩৮ বছর বয়সী পর্তুগিজ তারকা রোনালদো গত জানুয়ারিতে যোগ দিয়েছেন সৌদি ক্লাব আল নাসরে।

গত আগস্টে আল-হিলালে যোগ দেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে এখন চোটের কারণে মাঠের বাইরে আছেন তিনি। মিয়ামিতে মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ জর্দি আলবা ও সের্হিও বুসকেটসও আছেন। আল নাসরে রোনালদোর সতীর্থ লিভারপুলের সাবেক সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে এবং ইন্টার মিলানের সাবেক অধিনায়ক মার্সেলো ব্রোজোভিচ। সব মিলিয়ে রিয়াদ সিজন কাপ মাঠে গড়ালে বড় তারকাদেরই দেখা যাবে।

আরও পড়ুন

ব্রাজিলের বিপক্ষে মেসির পারফরম্যান্স কেমন

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, লা লিগার দল আলমেরিয়ার মালিক এবং সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ) বিভাগের চেয়ারম্যান তুর্কি আল-শেখ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) মেসি-রোনালদোর ক্লাবের এই টুর্নামেন্টে খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন। দুই কিংবদন্তির এই মুখোমুখি হওয়াকে ‘লাস্ট ড্যান্স’ বলা হচ্ছে।

তুর্কি আল-শেখ এক্স-এ লিখেছেন, ‘রিয়াদ সিজন উৎসবের অংশ হিসেবে রিয়াদ সিজন কাপে অংশ নিতে সম্মত হয়েছে ইন্টার মায়ামি। এই টুর্নামেন্টে ইন্টার মায়ামির সঙ্গে সৌদি ক্লাব আল নাসর এবং আল হিলালও খেলবে। লিগ পদ্ধতিতে খেলাগুলো হবে এবং টুর্নামেন্টের দিন তারিখ পরে জানানো হবে। এটি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা।’

রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর গত জানুয়ারিতে রিয়াদ অলস্টার একাদশের হয়ে পিএসজির মুখোমুখি হয়ে ৫-৪ গোলে হেরেছিলেন। পিএসজির হয়ে সে ম্যাচে মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে খেলেছিলেন।