চার ম্যাচ পর জয়ের দেখা মিলল চেলসির

কাই হাভার্টজের গোলে জয় পেয়েছে চেলসিএএফপি

শেষ পর্যন্ত ক্রিস্টাল প্যালেসেই ‘উদ্ধার’ হল চেলসি। টানা তিন ম্যাচে হারের পর আজ প্যালেসের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে গ্রাহাম পটারের দল। স্ট্যামফোর্ড ব্রিজে ১-০ ব্যবধানের জয়ে গোল করেছেন কাই হাভার্টজ।

এর আগে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ মিলিয়ে টানা চার ম্যাচ জয়হীন ছিল চেলসি।

প্রতিপক্ষ হিসেবে ক্রিস্টাল সব সময়ই চেলসির জন্য ‘সহজ’ প্রতিপক্ষ। লিগ ইতিহাসে যে তিনটি দলের বিপক্ষে টানা দশ ম্যাচের বেশি জয় আছে, ক্রিস্টাল তাদেরই একটি। কিন্তু গ্রাহাম পটারের দলের সাম্প্রতিক দুরবস্থায় ক্রিস্টালও মনে হচ্ছিল কঠিন প্রতিপক্ষ।

তবে ঘরের মাঠে ম্যাচের প্রথম থেকে তুলনামূলক আধিপত্য বজায় রেখেই খেলেছে চেলসি। প্রথমার্ধে গোল না এলেও দুটি ভালো সুযোগ তৈরি হয়েছিল। বিশেষ করে যোগ করা সময়ে হাকিম জিয়েশের প্রচেষ্টা ক্রিস্টাল গোলরক্ষক ভিসেন্তে গুয়াইতা রুখে না দিলে এগিয়ে থেকে বিরতিতে যেতে পারত চেলসি।

আরও পড়ুন

খেলার মাঝবিরতিতে দর্শকদের সামনে মাইখেলিও মুরদিককে নতুন খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয় চেলসি। ২২ বছর বয়সী এই ইউক্রেন তরুণকে ১০ কোটি ইউরোয় সাড়ে আট বছরের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে। ক্লাব প্রাঙ্গণে আরেকটি সম্ভাবনায়ী মুখ দেখে দর্শকরাও করতালিতে অভিবাদন জানান।

আরও পড়ুন

বিরতির পর গোলের জন্য বিশ মিনিট অপেক্ষা করতে হয়েছে চেলসিকে। কর্নার থেকে পাওয়া বল জিয়েশের ক্রস হয়ে ডি বক্সে পেয়ে যান হাভার্টজ। জটলার ভেতর থেকে হেডে বল জালে জড়িয়ে দেন জার্মান ফরোয়ার্ড। গত মৌসুমের পর থেকে এ নিয়ে ৬টি হেডে গোল করলেন হাভার্টজ।

পিছিয়ে যাওয়ার পর আক্রমণে ধার বাড়ায় ক্রিস্টাল। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পটারের দলকে টানা চাপের মধ্যেও রাখেও তারা। তবে রক্ষণ জমাট করে জাল অক্ষত রাখেন কেপা, থিয়াগো সিলভারা।

ক্রিস্টালকে হারানোর পর চাপ কমল গ্রাহাম পটারের
এএফপি

গত ২৭ ডিসেম্বর বোর্নমাউথের বিপক্ষে ২-০ ব্যবধানের পর এটি চেলসির প্রথম জয়। আর সব প্রতিযোগিতা মিলিয়ে প্যালেসের টানা তৃতীয় হার।

ক্রিস্টালকে হারিয়ে পয়েন্ট তালিকায় অবশ্য চেলসির উন্নতি হয়নি। ১৯ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে অবস্থান দশে। এক ম্যাচ কম খেলা ক্রিস্টাল ১২ নম্বরে।

আরও পড়ুন