সিটির ট্রেবল-স্বপ্নে ডি-ব্রুইনার চোটের ধাক্কা

আবার চোটে ডি-ব্রুইনাএএফপি

প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ ও এফএ কাপ—তিনটি শিরোপা জয়ের দৌড়ে আছে ম্যানচেস্টার সিটি।

লিগে ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা সিটি শিরোপা জয়ের দৌড়ে খুব ভালোভাবেই আছে। শীর্ষে থাকা আর্সেনাল ও দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের সমান ম্যাচে পয়েন্ট ৬৪ করে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে তারা খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। আজ এফএ কাপের শেষ আটে সিটির প্রতিপক্ষ নিউক্যাসল।

এমন সময়েই কিনা বড় ধাক্কা হয়ে এসেছে কেভিন ডি ব্রুইনার চোট। ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওলা জানিয়ে দিয়েছেন, নিউক্যাসলের বিপক্ষে ঘরের মাঠে খেলবেন না ডি ব্রুইনা।

আরও পড়ুন

কয়েক ম্যাচ ধরেই কুঁচকির চোট নিয়ে অস্বস্তিতে ভোগা ৩২ বছর বয়সী বেলজিয়ান মিডফিল্ডারের গত সপ্তাহে প্রিমিয়ার লিগে অ্যানফিল্ডে লিভারপুলের সঙ্গে সিটির ১-১ গোলে ড্র করা ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠ থেকে উঠে যান।

এফএ কাপে নিউক্যাসলের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তাঁর চোটের অবস্থা নিয়ে গার্দিওলা বলেছেন, ‘সে অ্যানফিল্ডে কিছু সমস্যা নিয়ে খেলেছে। কিন্তু সে এখন সেরে উঠছে। তবে আগামীকালের (আজ) ম্যাচের জন্য প্রস্তুত নয়।’

লিভারপুলের বিপক্ষে মাঠ ছাড়ার সময় ডি ব্রুইনা
এএফপি

আজ খেলতে না পারলেও মৌসুমের একদম শেষ দিকে গুরুত্বপূর্ণ সময়ে ডি ব্রুইনাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী গার্দিওলা, ‘আমরা বেলজিয়ামের কোচের সঙ্গে কথা বলেছি। সে তাকে স্কোয়াডে রাখেনি। এ কারণে আমি কৃতজ্ঞ। কারণ, সে (ডি ব্রুইনা) ভালো বোধ করেনি। এখন আশা করছি, সে মৌসুমের শেষ অংশে সেরে উঠবে।’

আরও পড়ুন