মেসি এই প্রথম এমএলএসের মাসসেরা

এপ্রিল মাসে ইন্টার মায়ামির করা ১২ গোলের ১০টিতেই অবদান মেসিরএএফপি

যুক্তরাষ্ট্রের ফুটবলে কী অসাধারণ একটা মাসই না কাটিয়েছেন লিওনেল মেসি! লিগে দলকে এপ্রিল মাসে রেখেছেন অপরাজিত। এই সময়ে মেসির দল ইন্টার মায়ামি তিনটি ম্যাচ জিতেছে, একটি করেছে ড্র। এই সময়ে মায়ামি প্রতিপক্ষকে ১২টি গোল দিয়েছে। এর ১০টিতেই অবদান রেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। ৬টি গোল তিনি নিজে করেছেন, ৪টি গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে।

অসাধারণ এই পারফরম্যান্সের পুরস্কারও পেয়ে গেলেন মেসি। গত বছর যুক্তরাষ্ট্রের ফুটবলে নাম লেখানোর পর এই প্রথম দেশটির মেজর লিগ সকারের (এমএলএস) মাসসেরার পুরস্কার জিতেছেন তিনি।

ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি
এএফপি

এবারের এমএলএসে শুরু থেকেই দারুণ খেলছেন মেসি। কিন্তু মাঝে চোটের কারণে কয়েকটি ম্যাচে তিনি খেলতে পারেননি। চোট কাটিয়ে ফিরেই আবার পরিচিত ছন্দে আর্জেন্টাইন তারকা। এপ্রিল মাসে ৬ গোল করার আগে এমএলএসে আরও ৩ গোল আছে মেসির।

সব মিলিয়ে এবারের এমএলএসে এখন পর্যন্ত মেসির গোল ৯টি। এমএলএসের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জয়ে বাকিদের চেয়ে এগিয়েই আছেন। সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসির পরে আছেন রিয়েল সল্ট লেকের কলম্বিয়ান ফরোয়ার্ড ক্রিস্তিয়ান আরাঙ্গো ও ডিসি ইউনাইটেডের বেলজিয়ান ফুটবলার ক্রিস্টিয়ান বেনটেকে। দুজনেরই গোল ৮টি করে। ৭টি করে গোল আছে মেসির সতীর্থ উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ ও নিউইয়র্ক রেড বুলসের স্কটিশ ফুটবলার লুইস মরগানের।

আরও পড়ুন

এ নিয়ে টানা দুই মাস এমএলএসের মাসসেরার পুরস্কার গেল ইন্টার মায়ামিতে। এর আগে ইন্টার মায়ামির হয়ে পুরস্কারটি জিতেছেন সুয়ারেজ।