এমবাপ্পের হ্যাটট্রিক, কেইনের রেকর্ড আর বার্সার ‘ফেরা’

আতলেতিকো মাদ্রিদকে ৩–০ গোলে হারিয়ে লা লিগা পয়েন্ট তালিকায় দুইয়ে উঠেছে বার্সেলোনাএএফপি
২০২৩-২৪ মৌসুম যত শেষের দিকে যাচ্ছে, দলগুলোর লড়াইয়ের তীব্রতা তত বাড়ছে। লিগের পাশাপাশি মহাদেশীয় এবং কাপ প্রতিযোগিতাও শেষ দিকে চলে এসেছে। গত সপ্তাহে তাই দেখা মিলেছে চমৎকার কিছু ম্যাচের, তারকা খেলোয়াড়দের কয়েকজন ছুঁয়েছেন মাইলফলক। ফিরে দেখা যাক গত সপ্তাহের ইউরোপের শীর্ষ লিগগুলোর দিকে।

লিভারপুলের শিরোপা চতুষ্টয়ের স্বপ্ন শেষ

প্রিমিয়ার লিগে ট্রফির লড়াইয়ে যে তিন দল, গত সপ্তাহে তাদের কারও ম্যাচই ছিল না। লিগ শিরোপার দৌড়টা তাই লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের মধ্যে অপরিবর্তিতই আছে। প্রিমিয়ার লিগের বড় দলগুলো ব্যস্ত ছিল উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ আর এফএ কাপে। সিটি, ইউনাইটেড, চেলসি এফএ কাপের সেমিফাইনালে উঠলেও কোয়ার্টারে আটকে গেছে লিভারপুল। রোববার শেষ আটের রোমাঞ্চকর লড়াইয়ে ইউনাইটেডের কাছে ৪-৩-এ হারে ইয়ুর্গেন ক্লপের দল। যার অর্থ, মৌসুম শেষে সম্ভাব্য সব শিরোপা জিতে ক্লপকে বিদায় দেওয়ার স্বপ্ন শেষ। লিগ কাপ জেতা দলটির হাতে এখন প্রিমিয়ার লিগ ও ইউরোপা লিগ।

এমবাপ্পের হ্যাটট্রিক

পিএসজি ছাড়ার কথা জানানোর পর টানা তিনটি লিগ ম্যাচে শুরুর একাদশে জায়গা পাননি কিলিয়ান এমবাপ্পে। রোববার মঁপেলিয়েরের বিপক্ষে একাদশে জায়গা পেয়েই করলেন হ্যাটট্রিক। এটি ছিল লিগ ‘আঁ’-তে তাঁর ২০০তম ম্যাচ, এবারের লিগে দ্বিতীয় হ্যাটট্রিক। এমবাপ্পের হ্যাটট্রিকের সপ্তাহে লিগ পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রেস্তের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে গেছে পিএসজি। কোচ লুইস এনরিকে বলেছেন, যত দ্রুত সম্ভব লিগ জিতে অন্য ট্রফিগুলোর দিকে মনোযোগ দিতে চায় তাঁর দল।

লেভারকুসেনের জয়, কেইনের রেকর্ড

ডার্মস্টাডের বিপক্ষে বায়ার্ন মিউনিখ জিতেছে ৫-২ গোলে, হ্যারি কেইন করেছেন এক গোল। এই গোলের সুবাদে বুন্দেসলিগায় অভিষেক মৌসুমে সর্বোচ্চ ৩১ গোলের রেকর্ড গড়েছেন কেইন, ভেঙেছেন উয়ে সিলারের ছয় দশক পুরোনো রেকর্ড। তবে কেইনের রেকর্ডের দিনেও বায়ার্নের খুব বেশি স্বস্তির জায়গা ছিল না। কারণ, লিগ ট্রফির লড়াইয়ে এগিয়ে থাকা লেভারকুসেন এ সপ্তাহে আরও একটি জয় তুলে নিয়ে পয়েন্টের ব্যবধান সেই ১০-ই রেখেছে। বাকি আট ম্যাচে জাবি আলোনসোর দল বড় কোনো হোঁচট না খেলে বায়ার্নের ১১ বছরের রাজত্বের অবসান হতে চলেছে বুন্দেসলিগায়।

দুইয়ে উঠল বার্সেলোনা

মৌসুমের মাঝপথে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে টপকে লা লিগার শীর্ষে ছিল জিরোনা। তবে কাতালুনিয়ার ক্লাবটি শেষ দিকে এসে একের পর এক হোঁচট খাচ্ছে। গত সপ্তাহে জিরোনা হেতাফের কাছে ১-০ ব্যবধানে হারলেও বার্সেলোনা ৩-০ গোলে জিতেছে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। এতে পয়েন্ট তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে এসেছে অদলবদল। বার্সেলোনা এখন দুইয়ে, জিরোনা তিনে। বার্সার চেয়ে আট পয়েন্ট এগিয়ে থেকে শিরোপা জয় অনেকটাই নিশ্চিত রিয়ালের।

ড্র করেও শীর্ষে ইন্টার

অবশেষে জয়রথ থেমেছে ইন্টার মিলানের। সিরি ‘আ’–তে শীর্ষে থাকা দলটি ২০২৪ সালে লিগে একটি ম্যাচও হারেনি, জিতেছে টানা ১০টি। শেষ পর্যন্ত গত সপ্তাহে লিগে বছরের প্রথম পয়েন্ট খুইয়েছে ইন্টার। ১-১ গোলে ড্র করেছে নাপোলির সঙ্গে। এতে অবশ্য ইন্টারের বিশেষ ক্ষতি হয়নি। এখনো শীর্ষেই আছে সিমোনে ইনজাগির দল। একই সপ্তাহে অবশ্য চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ইন্টার, টাইব্রেকারে হেরেছে আতলেতিকোর কাছে।