জন্মদিনের পার্টিতে বিনোদনের জন্য বামনদের ডেকে আইনি তদন্তের মুখে ইয়ামাল

১৮তম জন্মদিনে বিনোদনের জন্য বামনদের ডেকেছিলেন ইয়ামাল। এর পর থেকে বিতর্কের কেন্দ্রে এই বার্সেলোনা তারকা। এমনকি আইনি তদন্তের মুখেও পড়েছেন তিনি।

জন্মদিনে এভাবেই দেখা মেলে লামিনে ইয়ামালেরইনস্টাগ্রাম

বয়স ১৭ পেরোনোর আগেই একের পর এক মাইলফলক গড়েছেন লামিনে ইয়ামাল। এমন মাইলফলকময় রাজকীয় কৈশোরকে স্মরণীয় করে রাখতেই নিজের ১৮তম জন্মদিনটা জাঁকজমকভাবে পালন করতে চেয়েছিলেন এ স্প্যানিশ তারকা। কিন্তু জন্মদিন পালন করে এখন বিপদেও পড়ে গেছেন ইয়ামাল।

ইয়ামালের বিরুদ্ধে অভিযোগ, জন্মদিনের অনুষ্ঠানে একদল বামন মানুষকে বিনোদনের জন্য ভাড়া করে ব্যবহার করেছেন তিনি। এর পরিপ্রেক্ষিতে স্পেনের সামাজিক অধিকার বিষয়ক মন্ত্রণালয় ইয়ামালের জন্মদিন উদ্‌যাপনের পার্টিতে প্রতিবন্ধী আইন লঙ্ঘনের অভিযোগের বিষয়ে তদন্তের অনুরোধ করেছে। স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই বিষয়টি নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় চায় পাবলিক প্রসিকিউটর অফিস, স্পেনের ন্যায়পাল এবং ঘৃণা অপরাধ প্রতিরোধ দপ্তর বিষয়টি নিয়ে তদন্ত করুক। যে তদন্তে জন্মদিনের সেই অনুষ্ঠানে প্রতিবন্ধীদের অপমান বা উপহাস করে আইনের লঙ্ঘন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন

ইয়ামালের জন্মদিনের অনুষ্ঠান অবশ্য আগে থেকেই বেশ আলোচনায় ছিল। বড় আয়োজনের মধ্য দিয়ে জন্মদিন পালনের কথা জানা গেলেও, আয়োজনের বিস্তারিত তথ্য বেশ সতর্কতার সঙ্গে গোপন রাখা হয়েছিল।

অনুষ্ঠানস্থলের ভিডিও করা কিংবা ফোন নিয়ে আসাও নিষিদ্ধ ছিল। এরপরও সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিও প্রকাশিত হয় যেখানে দেখা যায়, বামনত্বে আক্রান্ত কিছু ব্যক্তি অনুষ্ঠানস্থলে গেছেন। এই ভিডিও সামনে আসার পর থেকেই পুরো আলোচনা অন্য দিকে মোড় নেয়।

রোববার সেই ছবিগুলো প্রকাশের পর বামনদের নিয়ে কাজ করা স্পেনের অ্যাসোসিয়েশন ফর পিপল উইথ আকন্দ্রোপ্লাসিয়া অ্যান্ড আদার স্কেলেটাল ডিসপ্লাসিয়াস উইথ ডোয়ারফিজম (এডিইই) ‘বিনোদনের উদ্দেশ্যে বামনত্বে আক্রান্ত ব্যক্তিদের ব্যবহার’ এর নিন্দা জানায়।

এক বিবৃতিতে এডিইই জানায়, ‘এর মাধ্যমে বর্তমান আইন ও মৌলিক নৈতিক মূল্যবোধ লঙ্ঘন করা হয়েছে।’ পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা রক্ষায় আইনি ও সামাজিক ব্যবস্থা গ্রহণ করার কথাও জানায় তারা।

আরও পড়ুন

তবে নাম প্রকাশ না করার শর্তে এক পারফরমার জানান, বিনোদনকর্মী হিসেবে কাজ করার অধিকার তাঁদের আছে এবং পার্টিতে তাঁদের প্রতি যথেষ্ট সম্মান দেখানো হয়েছে। তিনি বলেন, ‘কেউ আমাদের প্রতি অসম্মান দেখায়নি। আমাদের শান্তিতে কাজ করতে দেওয়া উচিত। আমি বুঝছি না এটা কেন এত বড় ব্যাপার হয়ে গেল। আমরা সাধারণ মানুষ, যারা সম্পূর্ণ বৈধ উপায়ে আমাদের প্রিয় কাজটিতে নিজেদের উৎসর্গ করি।’

জন্মদিনের অনুষ্ঠানে ইয়ামাল
ইনস্টাগ্রাম

উল্টো এডিইইকে দায়ী করে ওই পারফরমার বলেন, ‘কয়েক বছর ধরে এই লোকেরা (এডিইই) আমাদের ক্ষতি করতে চাচ্ছে। আমরা যা করি তাতে তারা আমাদের বাধা দিতে চায়। কিন্তু তাদের কাজে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের জন্য কোনো কাজ বা প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়নি।’

ওই পারফরমার আরও যোগ করেন, ‘আমরা বিনোদন শিল্পী হিসেবে কাজ করি। আমরা যা করি, সেটা কেন করতে পারব না? আমরা নাচি, জাদু দেখাই, সব ধরনের শো থাকে। পার্টিতে আমাদের অন্য কারও মতোই সম্মান করা হয়েছিল, সবাই ভালো সময় কাটিয়েছে। এসব উল্টাপাল্টা কথাবার্তা শুধু লামিনে ইয়ামালের পার্টি হওয়ার কারণে হয়েছে।’

এদিকে জন্মদিন উদ্‌যাপন শেষে রোববার বিতর্ক মাথায় নিয়ে বার্সার প্রাক্‌-মৌসুমের অনুশীলনে যোগ দিয়েছেন ইয়ামাল।