কলম্বিয়ার বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিলের একাদশ

একাদশে কি কোনো পরিবর্তন আনবেন দরিভালএএফপি

কোপা আমেরিকায় কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্রয়ে অভিযান শুরু করে ব্রাজিল। তবে সেই ধাক্কা সামলে দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে দারুণ ঘুরে দাঁড়ায় দরিভাল জুনিয়রের দল। প্যারাগুয়ের বিপক্ষে দারুণ খেলে ব্রাজিল ম্যাচ জেতে ৪–১ গোলে। এখন কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্যও এই ম্যাচটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তবে এই ম্যাচে হেরে গেলে বিপাকেও পড়তে হতে পারে ব্রাজিলকে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে সতর্ক থাকার কথা বলেছেন কোচ দরিভাল জুনিয়র।

আরও পড়ুন

এই ম্যাচে ব্রাজিলের অন্য শঙ্কাও আছে। ব্রাজিলের চারজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আগের দুই ম্যাচে কার্ড দেখেছেন। তাঁদের কেউ এ ম্যাচে কার্ড দেখলে ছিটকে যাবেন কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে। ফলে সব দিক থেকেই সতর্ক থেকেই মাঠে নামতে হবে ব্রাজিলকে। দরিভাল অবশ্য কার্ড শঙ্কা নিয়ে না ভেবে এই ম্যাচেই সেরা একাদশকে খেলাতে চান।

ম্যাচের শুরুতে হয়তো সেই পথেই হাঁটবেন ব্রাজিল কোচ। তবে প্যারাগুয়ে ম্যাচের মতো এ ম্যাচেও শুরুতে একাধিক গোলের লিড পেলে ঝুঁকি এড়াতে দ্রুত পরিবর্তনের পথে হাঁটতে পারেন দরিভাল। সে ক্ষেত্রে কার্ডের কারণে নিষেধাজ্ঞা আতঙ্কে থাকা খেলোয়াড়দের তুলেও নিতে পারেন তিনি।

কলম্বিয়া ম্যাচে কার্ড পেলে শেষ আটে নিষিদ্ধ হতে পারেন ভিনিসিয়ুস
এএফপি

ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামের আজ ভোর সাতটায় শুরু হতে যাওয়া এ ম্যাচে দরিভাল প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের একাদশ অপরিবর্তিত রাখতে পারেন বলে জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’। ফলে এ ম্যাচেও সাভিনিও–ওয়েন্ডেলদের দেখা যেতে পারে মূল একাদশে।

আর পরবর্তী সময়ে বদলি হিসেবে মাঠে নামতে পারেন এনদ্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনিয়া এবং ডগলাস লুইসসহ কয়েকজনকে। কলম্বিয়া ম্যাচের আগে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় সুখবর দলে বড় কোনো চোট সমস্যা নেই। যে কারণে একাদশ এবং বদলি খেলোয়াড় নামানো নিয়ে বড় সমস্যায় পড়তে হবে না দরিভালকে।

আরও পড়ুন

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: গোলরক্ষক: আলিসন। ডিফেন্ডার: ওয়েন্ডেল, দানিলো, মার্কিনিওস, এদের মিলিতাও। মিডফিল্ড: জোয়াও গোমেজ, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা। ফরোয়ার্ড: ভিনিসিয়ুস, রদ্রিগো ও সাভিনিও।