আর্জেন্টিনা নাকি নেদারল্যান্ডস—জিতবে কোন দল?

লিওনেল মেসি ও ভার্জিল ফন ডাইকছবি: রয়টার্স

লিওনেল মেসিকে কীভাবে রুখবেন ভার্জিল ফন ডাইক, নাথান আকে, ডেলি ব্লিন্ডরা—আর্জেন্টিনা–নেদারল্যান্ডস ম্যাচের আগে আলোচনার গতিটা এ রকমই। এ আলোচনায় কেউ মেসির জাদুকরি ফুটবলের জয় দেখছেন, কেউ আবার এগিয়ে রাখছেন ফন ডাইক–আকে–ব্লিন্ডদের সমন্বয়ে গড়া জমাট ডাচ–রক্ষণের।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান ডাচদেরই এগিয়ে রাখছে। এখন পর্যন্ত নয়বারের সাক্ষাতে নেদারল্যান্ডস জিতেছে ৪ ম্যাচ, আর্জেন্টিনার জয় ১টিতে আর অন্য ৪টি ম্যাচ হয়েছে ড্র। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে মেসি কখনো হারেননি।

সব মিলিয়ে আজ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জিতবে কোন দল—মেসির আর্জেন্টিনা, নাকি নেদারল্যান্ডস? পাঠক, আপনার মতামত জানান ভোটে।