এটাই ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে বাজে দল
এটা কোন ম্যানচেস্টার ইউনাইটেড?
ইউরোপের ফুটবল পরাশক্তির নাম নিলে ম্যানচেস্টার ইউনাইটেডের নাম আপনা–আপনিই চলে আসে। সমর্থকসংখ্যা বিবেচনায়ও পৃথিবীর বিপুলসংখ্যক ফুটবলপ্রেমীর পছন্দের ক্লাবও এটি। ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি ভক্তদের উজাড় করে দিয়েছেও অনেক। কিন্তু সেসব এখন যেন রূপকথার কোনো গল্প, অতীতের ফসিল।
এখনকার ম্যানচেস্টার ইউনাইটেড নিছক সাদামাটা কোনো দল নয়; বরং রাজ্য হারিয়ে হতশ্রী হয়ে পড়া একটি ক্লাব। অতীতের গৌরবময় অর্জনের বিপুল ভান্ডারও আড়াল করতে পারছে না তাদের মলিনতা। শুধু এটুকুই নয়, যত দ্রুতগতিতে ইউনাইটেড তলানির দিকে এগোচ্ছে, নিকট ভবিষ্যতে দলটি অবনমিতও হয়ে যেতে পারে। তেমন কিছু হলে অবশ্য খুব কম মানুষ অবাক হবে।
সর্বশেষ গতকাল রাতে প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে ৪–১ গোলে হেরেছে ইউনাইটেড। এসব হার অবশ্য নতুন কিছু নয়। চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত ৩২ ম্যাচের ১৪টিতে ম্যাচ হেরেছে তারা, বিপরীতে জিতেছে মাত্র ১০ ম্যাচ।
হারের অতীত রেকর্ডও ভেঙে গেছে আরও আগে। ইপসউইচ, লেস্টার সিটি ও সাউদাম্পটন যাচ্ছেতাই ফুটবল না খেললে হয়তো অবনমন অঞ্চলেও চলে যেতে পারত ইউনাইটেড। ১৭ নম্বরে থাকা ওয়েস্ট হাম থেকে মাত্র ৩ পয়েন্ট বেশি নিয়ে বর্তমানে ১৪ নম্বরে আছে রুবেন আমোরিমের দল।
নিচের সারির দলগুলোর মধ্যে জায়গা করে নেওয়ার পাশাপাশি বিব্রতকর এক রেকর্ডও গতকাল রাতে সঙ্গী হলো ইউনাইটেডের। নিউক্যাসলের বিপক্ষে হারের পর প্রিমিয়ার লিগ যুগে সবচেয়ে কম পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করতে যাওয়া নিশ্চিত হলো ‘রেড ডেভিল’ নামে পরিচিত দলটির। ৩২ ম্যাচ শেষে দলটির পয়েন্ট এখন ৩৮।
এখন সামনে থাকা সব ম্যাচ জিতলেও ম্যানচেস্টারের ক্লাবটির পয়েন্ট হবে ৫৬। এর আগে ২০২১–২২ মৌসুমে সর্বনিম্ন ৫৮ পয়েন্ট নিয়ে শেষ করেছিল ইউনাইটেড, যা এবার আর টপকে যাওয়া হচ্ছে না তাদের। আর এই পরিসংখ্যানের ফলে ইউনাইটেডের এই দল ক্লাব ইতিহাসের সবচেয়ে বাজে দলের স্বীকৃতিও পেল।
এত গেল ইউনাইটেডের বর্তমান দলের কথা। তবে ইউনাইটেডের এমন দুরবস্থার জন্য শুধু আমোরিমকে দোষ দেওয়া অন্যায্য হবে। মূলত স্যার আলেক্স ফার্গুসন–পরবর্তী সময়ে যাঁরাই কোচ হয়ে এসেছেন, সবাই ব্যর্থ হয়েছেন। একটি পরিসংখ্যানে বিষয়টি আরেকটু স্পষ্ট বোঝা যাবে। ফার্গুসনের অধীন প্রিমিয়ার ৮১০ ম্যাচ খেলে ইউনাইটেড হেরেছিল ১১৪ ম্যাচ। আর ফার্গি–পরবর্তী সময়ে মাত্র ৪৫০ ম্যাচেই ইউনাইটেডের হারের সংখ্যা এখন ১১৫।
দলের এমন বাজে অবস্থা নিয়ে ইউনাইটেড কোচ আমোরিম বলেছেন, ‘আমাদের বাস্তবতা মেনে নিতে হবে এবং ভবিষ্যতে যেন সব ঠিকঠাক হয়, সে চেষ্টা করতে হবে। এ ধরনের মৌসুম যেন আমাদের আর কখনো না কাটে।’ ইউনাইটেডের এই দলকে সমালোচনার তিরে বিদ্ধ করেছেন ক্লাবের কিংবদন্তি ফুটবলার রয় কিন। তিনি বলেছেন, ‘শারীরিক ও মানসিকভাবে দুর্বল একটি দল।’
ম্যানচেস্টার ইউনাইটেডের চার বাজে মৌসুম
*৩২ ম্যাচ শেষে ১৪ নম্বরে থাকা ইউনাইটেডের পয়েন্ট ৩৮। পরের সব ম্যাচ জিতলেও দলটির পয়েন্ট হবে ৫৬।