ইনস্টাগ্রাম থেকে লিভারপুলের ছবি মুছে কোন বার্তা দিলেন নুনিয়েজ

লিভারপুল স্ট্রাইকার দারউইন নুনিয়েজরয়টার্স

চলতি মৌসুমে দারউইন নুনিয়েজ ও গোল মিস যেন সমার্থক হয়ে গেছে। প্রিমিয়ার লিগের দেওয়া হিসাবমতে, চলতি মৌসুমে লিগে সব মিলিয়ে ২৭টি বড় সুযোগ মিস করেছেন এ উরুগুইয়ান স্ট্রাইকার। এরই মধ্যে গোল মিসের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে নুনিয়েজকে নিয়ে বানানো বেশ কিছু মিমও ভাইরাল হয়েছে।

লিভারপুল সমর্থকেরাও মৌসুমজুড়ে নুনিয়েজের সমালোচনায় মুখর ছিলেন। অনেকের ধারণা, এ স্ট্রাইকার এত এত সহজ সুযোগ হাতছাড়া না করলে লিভারপুল লিগে এখনো খুব ভালোভাবে শিরোপা দৌড়ে থাকতে পারত। এদিকে ব্যর্থ ও হতাশাজনক সময়ে নুনিয়েজের লিভারপুল ছাড়া নিয়ে আলোচনাও সামনে এসেছে।

আরও পড়ুন

একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম জানায়, তাঁকে কেনার ব্যাপারে আগ্রহী স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। সে আলোচনা অবশ্য এখনো খুব বেশি ডালপালা মেলেনি। এদিকে ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশার মধ্যেই পরোক্ষভাবে বড় বার্তা দিয়েছেন নুনিয়েজ। প্রোফাইল ছবি এবং ক্লাব যোগ দেওয়ার সময়ের একটি ছবি ছাড়া নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লিভারপুল–সংক্রান্ত সব ছবি মুছে দিয়েছেন তিনি।

নুনিয়েজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘুরে দেখা গেছে, সেখানে নিজের ব্যক্তিগত জীবনের ছবির পাশাপাশি উরুগুয়ের জার্সি পরা বিভিন্ন মুহূর্তের ছবি রাখা আছে। কিন্তু লিভারপুলের জার্সি পরা একটি ছবিও নেই। ইনস্টাগ্রাম থেকে নিয়ে লিভারপুল–সংক্রান্ত ছবি সরিয়ে ফেলার খবর সামনে আসার পর এখন শুরু হয়েছে নানা জল্পনা। তবে কি মৌসুম শেষে নুনিয়েজ সত্যিই ক্লাব ছাড়তে যাচ্ছেন?

লিভারপুল সংক্রান্ত প্রায় সব ছবিই মুছে দিয়েছেন নুনিয়েজ
ইনস্টাগ্রাম

আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও অনেকেই এ ঘটনাকে বড় ধরনের বার্তা হিসেবেই দেখছেন। লিভারপুল সমর্থকদের অনেকের ধারণা, এর মধ্য দিয়ে নুনিয়েজ হয়তো ক্লাব ছাড়ার বার্তাই দিয়েছেন। তবে এটি আসলেই নুনিয়েজের লিভারপুল ছাড়ার বার্তা নাকি অন্য কিছু, তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

লিভারপুলের হয়ে সর্বশেষ দুই ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছেন নুনিয়েজ। সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে তিনি গোল করেছেন মাত্র একটি। আর সব মিলিয়ে লিভারপুলের হয়ে এ মৌসুমে ৫২ ম্যাচে নুনিয়েজের গোল ১৮টি।

আরও পড়ুন

২০২২ সালে ৮৫ মিলিয়ন পাউন্ডে বেনফিকা থেকে লিভারপুলে আসেন নুনিয়েজ। লিভারপুলের সঙ্গে তাঁর ২০২৮ সাল পর্যন্ত চুক্তি আছে। তাঁকে দিয়েই মূলত প্রকৃত গোল স্কোরার অভাব দূর করতে চেয়েছে লিভারপুল, যদিও এখন পর্যন্ত প্রত্যাশার সামান্যই পূরণ করতে পেরেছেন ২৪ বছর বয়সী এ স্ট্রাইকার।