আলভারেজের দেখানো পথে এচেভেরি

আর্জেন্টিনার তরুণ প্লেমেকার ক্লদিও এচেভেরিফিফা

লা লিগা, লিগ আঁ আর প্রিমিয়ার লিগ—ক্লদিও এচেভেরির সম্ভাব্য গন্তব্য ছিল তিনটি লিগই। এর মধ্যে প্রিমিয়ার লিগে তাঁর ব্যাপারে আগ্রহী ছিল দুটি দল—ম্যানচেস্টার সিটি ও চেলসি। শেষ পর্যন্ত ম্যানচেস্টারের ক্লাব সিটিই হতে যাচ্ছে এচেভেরির ঠিকানা। ১৭ বছর বয়সী এই আর্জেন্টাইন তরুণকে সিটির কাছে বিক্রিতে সম্মত হয়েছে রিভারপ্লেট।

তবে দুই ক্লাবের এই বেচাকেনা পর্বে আছে ‘হুলিয়ান আলভারেজ মডেলের’ অনুসরণ। ২০২২ সালের জানুয়ারিতে আলভারেজকে রিভারপ্লেট থেকে কিনেছিল সিটি। তবে তাৎক্ষণিকভাবে তাঁকে ইংল্যান্ডে না নিয়ে ‘ধার’ হিসেবে রিভারপ্লেটেই রেখে দেওয়া হয়েছিল। সিটিতে নিয়ে যাওয়া হয় মৌসুম শেষ হওয়ার পর। এবার এচেভেরির ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করবে দুই ক্লাব।

১৭ বছর বয়সী এচেভেরি ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত রিভারপ্লেটের সঙ্গে চুক্তিবদ্ধ। কিছুদিন আগে আর্জেন্টাইন ক্লাবটিকে তিনি জানিয়ে দেন, বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে সেটি নবায়ন করবেন না। চলে যাবেন অন্য কোনো ক্লাবে। গত মাসে ফিফা অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিক করার পর থেকে তাঁকে নিয়ে ইউরোপীয় ক্লাবগুলোর আগ্রহ বৃদ্ধি পায়। এ ছাড়া বছরের প্রথম থেকেই তাঁর দিকে দৃষ্টি ছিল রিয়াল মাদ্রিদ, পিএসজি, বার্সেলোনা ও সিটির।

শেষ পর্যন্ত সিটিই রিভারপ্লেটের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসতে পেরেছে বলে জানিয়েছে আর্জেন্টিনা ও ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যম। টিওয়াইসি স্পোর্টস ও ইএসপিএনের সূত্রে নিশ্চিত করেছে, এচেভেরির দলবদল বিষয়ে রিভারপ্লেট ও সিটি ‘নীতিগতভাবে সম্মত’ হয়েছে। এখন খুঁটিনাটি বিষয় চূড়ান্ত করতে আলোচনা চলছে। এচেভেরিকে কেনার জন্য সিটি ঠিক কী পরিমাণ অর্থ দিচ্ছে, সেটি এখনই নিশ্চিত নয়। তবে রিলিজ ক্লজ বাবদ আড়াই কোটি ইউরো (২৮৯ কোটি টাকা) খরচ হচ্ছেই।

আরও পড়ুন

ইএসপিএনের সূত্র বলছে, জানুয়ারির শীতকালীন দলবদলেই এচেভেরিকে কেনার প্রক্রিয়া সম্পন্ন করে ফেলবে সিটি। এরপর আলভারেজের মতো করে এচেভেরিকেও ‘ধারের খেলোয়াড়’ হিসেবে রিভারপ্লেটেই রেখে দেওয়া হবে। প্রিমিয়ার লিগের ২০২৩–২৪ মৌসুম শেষ হওয়ার পর অথবা ২০২৪–২৫ মৌসুমের মাঝপথে তাঁকে ফিরিয়ে আনা হবে।

আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে নজর কেড়েছেন ক্লদিও এচেভেরি
ছবি : এক্স

এর মাধ্যমে লাভ হবে তিন পক্ষেরই। বাজারে চাহিদা থাকা একজন প্রতিশ্রুতিশীল খেলোয়াড়কে কেনা নিশ্চিত হবে সিটির, রিভারপ্লেট চুক্তির পুরোটা সময় খেলিয়েও বিক্রি বাবদ অর্থ পাবে আর ভবিষ্যৎ গন্তব্য নিয়ে নিশ্চিত হয়েই নিজের আত্মপ্রকাশের ক্লাবে আরও কিছুদিন খেলে যেতে পারবেন এচেভেরি।