মেসির বেতন এমএলএসের ২১টি দলের মোট বেতনের চেয়েও বেশি

ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসিএএফপি

টানা তৃতীয় বছর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় হলেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, এমএলএসে ২১টি দল তাদের খেলোয়াড়দের যে পরিমাণ বেতন দেয়, মেসির পারিশ্রমিক তার চেয়েও বেশি।

আরও পড়ুন

বছরে মোট ২ কোটি ৪ লাখ ৪৬ হাজার ৬৬৭ ডলার (২৪৮ কোটি ৩৯ লাখ টাকা প্রায়) পারিশ্রমিক পান মেসি। এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (এমএলএসপিএ) খেলোয়াড়দের বেতনের এই তালিকা গতকাল প্রকাশ করেছে। যেখানে মেসির মূল বেতন ১ কোটি ২০ লাখ ডলার (১৪৫ কোটি ৭৮ লাখ টাকা প্রায়)।

মেসির বাৎসরিক মোট আয় নির্ধারণ করা হয়েছে এমএলএসের সঙ্গে চুক্তির ভিত্তিতে, যেটা চলবে ২০২৫ মৌসুম পর্যন্ত। এর মধ্যে রয়েছে মার্কেটিং বোনাস ও এজেন্ট ফি। তবে পারফরম্যান্স বোনাস এবং অন্য কোনো খাত আমলে নেওয়া হয়নি। গত বছর মে মাসের তুলনায় এবার মেসির বেতন ৯ দশমিক ২ শতাংশ বেড়েছে।

প্রথম আলো গ্রাফিকস

গত ২৩ মে পর্যন্ত করা হিসাবে জানানো হয়েছে, এমএলএসে খেলোয়াড়দের সবচেয়ে বেশি বেতন দেয় ইন্টার মায়ামি, যেটা রেকর্ড ৪ কোটি ৬৮ লাখ ডলার। গত মৌসুম মোট ৪ কোটি ১৭ লাখ ডলার বেতন দিয়েছে মায়ামি। টরন্টো (৩ কোটি ৪১ লাখ ডলার) ও আটলান্টা (২ কোটি ৭৬ লাখ ডলার) ছাড়া এমএলএসে ৩০টি দলের মধ্যে অন্য যেকোনো দলের দ্বিগুণ পারিশ্রমিক দেয় মায়ামি। সবচেয়ে কম বেতন দেয় মন্ট্রিয়ল (১ কোটি ২০ লাখ ডলারের কম)।

আরও পড়ুন

টরন্টোর ইতালিয়ান উইঙ্গার লরেনৎসো ইনসিনিয়ে মেসির পরই দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ পারিশ্রমিক পান। সব মিলিয়ে তাঁর পারিশ্রমিক ১ কোটি ৫৪ লাখ ডলার। মায়ামিতে মেসির সতীর্থ সের্হিও বুসকেতস এ তালিকায় তৃতীয়। তাঁর মোট বেতন ৮৭ লাখ ৭৪ হাজার ৯৯৬ ডলার।

এমএলএসে সই করা ৯০২ খেলোয়াড়ের মোট পারিশ্রমিক ৫৮ কোটি ৬০ লাখ ডলার। গত বছরের শুরুতে ৫১ কোটি ৯০ লাখ পারিশ্রমিকের অঙ্ক থেকে এবার তা ১২ দশমিক ৯ শতাংশ বেড়েছে।

খেলাধুলার আর্থিক বিষয়াদি বিশ্লেষণী প্রতিষ্ঠান স্পোর্টিকো এর আগে জানিয়েছিল, ২০২৩ সালে মায়ামির সঙ্গে আড়াই বছরের যে চুক্তি করেছেন মেসি, এর ভিত্তিতে মোট ১৫ কোটি ডলার আয় করবেন তিনি। এমএলএসপিএ প্রতিবছর দুবার খেলোয়াড়দের বেতনের এই তালিকা প্রকাশ করে।