জাপানকে বিদায় জানাতে গিয়ে কাঁদলেন ইনিয়েস্তা

ভিসেল কোবেকে বিদায় বলে দিলেন আন্দ্রেস ইনিয়েস্তাছবি: রয়টার্স

ভিসেল কোবেকে বিদায় বলে দেবেন, এ ঘোষণা আগেই দিয়েছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। কাল ভিসেল কোবের হয়ে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন স্পেনের ২০১০ বিশ্বকাপজয়ী দলের তারকা। ভিসেল কোবে তথা জাপানের ফুটবলকে বিদায় জানাতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি ২০০৮ ও ২০১২ ইউরোজয়ী স্পেন দলের সাবেক মিডফিল্ডার।

২০১০ বিশ্বকাপের ফাইনালে একমাত্র গোলটি করে স্পেনকে জেতানো ইনিয়েস্তা জাপানের ফুটবলে নাম লিখিয়েছিলেন ২০১৮ সালে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বার্সেলোনার যুব দলে খেলেছেন। বার্সার সিনিয়র দলে তাঁর অভিষেক ২০০২ সালে। এরপর সেখানে ১৬ মৌসুম কাটিয়ে যোগ দেন ভিসেল কোবেতে।

আরও পড়ুন
ভিসেল কোবেতে বিদায়ী ম্যাচের পর সন্তানদের নিয়ে মাঠে ইনিয়েস্তা
ছবি: রয়টার্স

জাপানের ক্লাব ভিসেল কোবের একাদশে নিয়মিতই ছিলেন ইনিয়েস্তা। কিন্তু চোটের কারণে এ মৌসুমে জায়গা পাচ্ছিলেন না শুরুর একাদশে। কাল বিদায়ী ম্যাচে ভিসেল কোবের কোচ তাকাইয়োকি ইওশিদা ৩৯ বছর বয়সী ইনিয়েস্তাকে শুরুর একাদশেই নামিয়েছেন। ৫৭ মিনিট খেলার পর স্পেনের সাবেক মিডফিল্ডারকে মাঠ থেকে তুলে নেন তিনি।

জাপানের সংবাদমাধ্যম কিওদো নিউজের খবর অনুযায়ী ইনিয়েস্তার বিদায়ী ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল আগেই, স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। ম্যাচ শেষে কান্নাভেজা চোখে ইনিয়েস্তা বলেন, ‘সর্বশেষ কয়েকটি মাস আমার আর আমার কাছের মানুষদের জন্য খুব কঠিন ছিল।’

আরও পড়ুন

ভিসেল কোবেকে বিদায় বললেও এখনই খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেবেন কি না, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেননি ইনিয়েস্তা, ‘মাঠ থেকেই অবসর নেওয়া আর ক্যারিয়ারে যতি টেনে দেওয়ার ইচ্ছা ছিল আমার। এই আবেগ নিয়েই আমি পরবর্তী সিদ্ধান্ত নেব।’