রোনালদো ‘হ্যাঁ’ বললেও আল নাসরকে মদরিচের ‘না’

রিয়াল মাদ্রিদের ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদরিচরয়টার্স

ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে টেনে রীতিমতো হইচই ফেলে দিয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর। তবে রিয়াদের ক্লাবটি এখানেই থামছে না। বিশ্ব ফুটবলের আরও কিছু তারকা খেলোয়াড় দলে নিতে চায় তারা। যার অংশ হিসেবে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার লুকা মদরিচকেও প্রস্তাব দিয়েছে আল নাসর। তবে ক্রোয়াট অধিনায়ক সেই প্রস্তাবে রাজি হননি।

স্পেনের ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, রোনালদোর সঙ্গে তাঁর সাবেক সতীর্থ মদরিচকে যুক্ত করতে চেয়েছিল আল নাসর। দুজন একসঙ্গে ছয় মৌসুম খেলেছেন রিয়াল মাদ্রিদে। মাঠের ফুটবলে নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো, সৌদি আরবের অপেক্ষাকৃত অচেনা পরিবেশে একে অপরের উপস্থিতিতে স্বাচ্ছন্দবোধও করবেন—এমনটাই ছিল ভাবনায়।

আরও পড়ুন

রোনালদোর সঙ্গে এরই মধ্যে বড় অঙ্কের চুক্তি স্বাক্ষর করেছে আল নাসর। সৌদি গণমাধ্যমের খবর অনুযায়ী—বেতন, বিজ্ঞাপন ও অন্য খাত মিলিয়ে বছরে ২১ কোটি মার্কিন ডলার পাবেন রোনালদো।

লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল মদরিচকেও। এ বছরের জুলাইয়ে রিয়ালের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে তাঁর। ৩৭ বছর বয়সী মদরিচ ইউরোপের ফুটবলে এরপরও খেলতে পারবেন কি না, এ নিয়েও নানা রকমের গুঞ্জন আছে। রিয়াল মাদ্রিদও তাঁর সঙ্গে নতুন চুক্তি করবে কি না, সংশয় আছে তা নিয়েও।

আরও পড়ুন

এসব অনিশ্চয়তার পরও আল নাসরের প্রস্তাব গ্রহণ করেননি মদরিচ। কাতার বিশ্বকাপে তৃতীয় হওয়া ক্রোয়েশিয়া দলের অধিনায়ক মদরিচ অবশ্য রিয়ালে আরও এক মৌসুম চুক্তি বাড়ানোর প্রত্যাশা করছেন। যে কারণে এখনই আল নাসরে যাওয়ার কারণ দেখছেন না তিনি।

আরও পড়ুন

রোনালদো, মদরিচের পাশাপাশি সাবেক রিয়াল অধিনায়ক সের্হিও রামোসকেও সৌদি আরবে নিয়ে যেতে চায় আল নাসর। ৩৬ বছর বয়সী রামোস এখন পিএসজিতে। বর্তমান চুক্তি শেষ হচ্ছে জুনে। প্যারিসের ক্লাবটিতে প্রথম মৌসুমের বেশির ভাগ সময় চোটে কাটালেও চলতি মৌসুমে ফিট আছেন রামোস। তবে তাঁর খেলায় পিএসজি খুব সন্তুষ্ট বলে আভাস মিলছে না। আল নাসরের লক্ষ্য, জুনে ফ্রি এজেন্ট হয়ে গেলে রামোসকে নিয়ে আসবে তারা।

আরও পড়ুন