এ আয়োজন রিয়াল-বার্সাকে জেতানোর—স্প্যানিশ সুপার কাপ নিয়ে ওসাসুনা গোলকিপার

ওসাসুনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনাএএফপি

গত বছরের মতো এবারও স্প্যানিশ সুপার কাপের ফাইনালে খেলবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। পরশু রাতে প্রথম সেমিফাইনালে রিয়াল আতলেতিকো মাদ্রিদকে এবং গত রাতে দ্বিতীয় সেমিফাইনালে বার্সেলোনা ওসাসুনাকে হারিয়ে ফাইনালে উঠেছে।
বার্সার কাছে ২–০ ব্যবধানে হেরে যাওয়া ওসাসুনার গোলকিপারের অভিযোগ, স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ফাইনালে ওঠা পরিকল্পিত। দুই দলের একটিকে চ্যাম্পিয়ন বানানোর চেষ্টা হয়েছে।

স্প্যানিশ সুপার কাপে খেলে থাকে সর্বশেষ লা লিগা ও কোপা দেল রের চ্যাম্পিয়ন ও রানার্সআপরা। সর্বশেষ তিন বছর ধরে এই প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে সৌদি আরবে। এর মধ্যে টানা দ্বিতীয় বছর ফাইনালে মুখোমুখি হওয়ার অপেক্ষায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কাল রাতে দ্বিতীয় সেমিফাইনালে বার্সেলোনার কাছে হারের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ওসাসুনার খেলোয়াড়েরা। ম্যাচে বার্সা প্রথম গোল করে ৫৯ মিনিটে। রবার্ট লেভানডফস্কির গোলটি নিয়ে তীব্র আপত্তি ওসাসুনার।

আরও পড়ুন

মাঝমাঠে ওসাসুনার হোসে আর্নাইজের কাছ থেকে বল কেড়ে নেন বার্সেলোনা ডিফেন্ডার আন্দ্রেস ক্রিস্টেনসেন। এরপর বল তাঁর পা হয়ে ইলকায় গুন্দোয়ান ও সেখান থেকে লেভানডফস্কির পা হয়ে জালে পৌঁছায়। ওসাসুনার অভিযোগ, আর্নাইজ ফাউলের শিকার হলেও রেফারি খেলা থামাননি। এমনকি গোলের পর ভিএআরেও ফাউলের বিষয়টি আমলে নেওয়া হয়নি।

এ নিয়ে ক্ষুব্ধ ওসাসুনা গোলকিপার সের্হিও এরেরা ম্যাচ শেষে বড়সড় অভিযোগই তুলেছেন, ‘পরিষ্কার বোঝা যাচ্ছে, প্রতিযোগিতাটি রিয়াল বা বার্সেলোনাকে জেতানোর জন্য সাজানো হয়েছে। এতে কোনো সন্দেহ নেই যে এই দলগুলো সবচেয়ে বেশি অর্থ এনে দেয়। আমার এই কথায় যিনি একমত নন, তিনি ফুটবলই দেখেন না।’

রিয়াল কোচ কার্লো আনচেলত্তি ও বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ
ছবি: টুইটার

শুধু স্প্যানিশ এই গোলকিপারই নন, ম্যাচে বার্সেলোনা বাড়তি সুবিধা পেয়েছে বলে দাবি করেন ওসাসুনা কোচ জাগোবা আরাসাতেও। ম্যাচ শেষে মুভিস্টার প্লাসকে তিনি বলেন, ‘পুরো ম্যাচে আমাদের প্রতি রেফারির আচরণ ভিন্ন ছিল। ওটা পরিষ্কার ফাউল ছিল।’

আরও পড়ুন

ওসাসুনা ডিফেন্ডার ডেভিড গার্সিয়ার কথায়ও ছিল একই সুর, ‘সবাই দেখেছেন কী পরিমাণ ফাউলে বাঁশি বাজানো হয়েছে। প্রথমার্ধে শুধু বার্সেলোনার পক্ষে বাঁশি বাজানো হয়েছে। তিন মিনিট পরে একই খেলোয়াড় পড়ে যাওয়ার পর আবারও বাঁশি বাজানো হলো। এখানে আপনি কী বলবেন? কাকতাল হোক বা না হোক, সব সময় একই দলগুলো সুবিধা পায়।’

যে ঘটনাটি কেন্দ্র করে ওসাসুনার খেলোয়াড়–কোচদের এত ক্ষোভ, সেটি অবশ্য বার্সা কোচ জাভি হার্নান্দেজ উড়িয়ে দেননি। তবে বার্সেলোনা রেফারিংয়ের সুবিধা পেয়েছে বলে তিনি মনে করেন না, ‘সত্যি বলতে কি, তাৎক্ষণিক দেখায় আমারও এটি ফাউলই মনে হয়েছে। তবে টিভি রিপ্লেতে তেমন কিছু পাওয়া যায়নি। কখনো কখনো রেফারির সিদ্ধান্ত আমাদের পক্ষে যায়, কখনো বিপক্ষে। তবে আমার মনে হয় না, রেফারির আজকের সিদ্ধান্তগুলো ম্যাচের ফলে প্রভাব রেখেছে।’