বেনজেমা রিয়ালে থাকছেন, থাকছেন না

রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড করিম বেনজেমাছবি: রয়টার্স

করিম বেনজেমা কি ‘ইউটার্ন’ নিলেন, নাকি কিছু সংবাদমাধ্যমই গুঞ্জনকে বাস্তবের কাছাকাছি নিয়ে গেছে?

গত ২৪ ঘণ্টায় বেনজেমাকে ঘিরে যা কিছু ঘটল, তাতে এমন প্রশ্ন ওঠাই স্বাভাবিক। প্রথমে ইউরোপের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানাল, সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দিতে সম্মত হয়েছেন বেনজেমা। রিয়াল মাদ্রিদকে নাকি বিষয়টি জানিয়েও দিয়েছেন। কিন্তু মাদ্রিদভিত্তিক সংবাদমাধ্যম ‘মার্কা’র এক অনুষ্ঠানে হাজির হয়ে বেনজেমা বলেছেন ‘ইন্টারনেট আর বাস্তবতা এক নয়।’

যদিও সামনের মৌসুমেও মাদ্রিদে থাকছেন, এমনটা স্পষ্ট করেননি বেনজেমা। প্রকাশ্য সংবাদ সম্মেলনে বেনজেমার বক্তব্যের পর তাঁর রিয়াল ছাড়া, না-ছাড়ার খবর পেয়েছে নতুন মাত্রা। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বেনজেমা ইত্তিহাদের সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছেন, শুধু সই করা বাকি। কিন্তু কয়েক ঘণ্টা পর মার্কার প্রতিবেদনে দাবি করা হয়, আরও এক বছর রিয়ালেই থাকছেন বেনজেমা। ইত্তিহাদে গেলেও সেটা ২০২৩-২৪ মৌসুমের আগে নয়।

সব মিলিয়ে বেনজেমার দলবদল নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আগামীকাল শনিবার ২০২২-২৩ লা লিগায় সবশেষ ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটি রিয়ালে বেনজেমার শেষ কি না, এ নিয়ে কৌতূহল থেকেই যাচ্ছে।

বেনজেমার আল ইত্তিহাদে যোগ দেওয়ার খবরে সবচেয়ে বড় ঘি ঢেলেছে তাঁর স্বদেশি সংবাদমাধ্যম ‘ফুত মেরকাতো’। গতকাল বৃহস্পতিবার ফরাসি সংবাদমাধ্যমটি জানায়, বেনজেমা রিয়ালকে জানিয়ে দিয়েছেন তিনি আর বার্নাব্যুতে থাকছেন না। একই খবর প্রকাশ করে স্পেনের এএস এবং ফ্রান্সের বেনজেমা-ঘনিষ্ট সাংবাদিক হুলিয়েন লরেন্সও। তবে একই দিন মার্কার অনুষ্ঠানে হাজির হয়ে বেনজেমা কথা বলেছেন ভিন্ন সুরে।

মার্কা লিজেন্ড অ্যাওয়ার্ড হাতে করিম বেনজেমা
ছবি: রয়টার্স

ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘আমার ভবিষ্যৎ? কী জন্য? যা বলা হচ্ছে সেসব ইন্টারনেটে। ইন্টারনেট আর বাস্তবতা এক নয়। শনিবার আমার ম্যাচ আছে, অনুশীলন আছে। এখন আমি মাদ্রিদেই আছি।’
এই মুহূর্তে ‘মাদ্রিদে আছি’ বলার মাধ্যমে যে ভবিষ্যৎ প্রশ্নের স্পষ্ট উত্তর এড়িয়ে যাওয়া, সেটা যে কেউই বুঝবে।

স্পেনের এএস জানিয়েছে, বেনজেমার সংবাদ সম্মেলনের কয়েক মিনিট পর সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ইত্তিহাদের সঙ্গে ২০ কোটি ডলারে ২ বছরের চুক্তিতে সম্মত হয়েছেন বেনজেমা।

আরও পড়ুন

এর কিছুক্ষণ পর মার্কার প্রতিবেদনে দেওয়া হয় ভিন্ন তথ্য। ১৪ বছর ধরে বার্নাব্যুতে কাটানো বেনজেমা নাকি সামনের মৌসুমেও রিয়ালেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ক্লাব কর্তৃপক্ষ এবং ফরোয়ার্ড— দুই পক্ষ বেশ আগে থেকেই চুক্তির ২০২৩-২৪ মৌসুম একত্রে চলার সিদ্ধান্ত নিয়ে রেখেছে দাবি মার্কার। যদিও এ বিষয়ে বেনজেমা বা ক্লাব কর্তৃপক্ষের কারও মন্তব্য বা সূত্রের উল্লেখ করা হয়নি।

মার্কার প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি আরবের ক্লাবের আগ্রহে বেনজেমা খুবই খুশি। ২০২৩-২৪ মৌসুমের পর সেখানে খেলার সম্ভাবনা উড়িয়েও দিচ্ছেন না তিনি। ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া বেনজেমা গত ১৪ বছরে ৫টি চ্যাম্পিয়নস লিগ ও ৪টি লা লিগাসহ মোট ২৫টি ট্রফি জিতেছেন।

আরও পড়ুন