নটিংহামের জালে গোল উৎসব করতে পারল না সিটি

ম্যাচ শেষে আর্লিং হলান্ডকে কী যেন বলছেন ম্যান সিটির কোচ পেপ গার্দিওলাছবি: এএফপি

ম্যান সিটি ২: ০ নটিংহাম ফরেস্ট

৭ মিনিটে প্রথম, ১৪ মিনিটে দ্বিতীয়। নিজেদের মাঠে নটিংহাম ফরেস্টের বিপক্ষে শুরুর দিকে ম্যানচেস্টার সিটির গোলের ধারা দেখে অনেকেই ভাবতে শুরু করেছিলেন, শেষ পর্যন্ত কত গোল না জানি করে পেপ গার্দিওলার দল!

কিন্তু সকালের সূর্য সব সময় দিনের সঠিক পূর্বাভাস দেয় না। এদিন সিটির ম্যাচেও হয়েছে সে রকমই। ১৪ মিনিটেই ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়া সিটি পরে আর গোল পায়নি। তাই নটিংহাম ফরেস্টের বিপক্ষে অল্প ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

গোলের পর সতীর্থের সঙ্গে ফিল ফোডেনের উদ্‌যাপন
ছবি: এএফপি

সিটি প্রথম ১৫ মিনিটের পর গোল তো পায়ইনি, উল্টো দ্বিতীয়ার্ধের শুরুতেই বড় এক ধাক্কা খায়। ৪৬ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দলটির মিডফিল্ডার রদ্রিকে। কর্নার পতাকার কাছে নটিংহাম ফরেস্টের ইংলিশ মিডফিল্ডার মরগান গিবস-হোয়াইটের সঙ্গে ঝামেলা বেধে যায় রদ্রির। একপর্যায়ে গিবস-হোয়াইটের গলা চেপে ধরেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

রেফারি সঙ্গে সঙ্গেই লাল কার্ড দেখান রদ্রিকে। পরে অবশ্য চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ভিএআরের সাহায্য নেন। ভিএআর দেখার পরও বদলায়নি রেফারির সিদ্ধান্ত।

১৪ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধে আর কোনো গোল না পেলেও ম্যাচে একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল সিটির। এই সময়ে ৭৭ শতাংশ বলের দখল রাখে গার্দিওলার দল। ৯০ মিনিট শেষে সেটাই নেমে আসে ৫৮ শতাংশে।

লাল কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে যাচ্ছেন হতাশ রদ্রি
ছবি: এএফপি

৭ মিনিটে সিটির প্রথম গোলটি করেন ফিল ফোডেন। যে গোলে জড়িয়ে আছে রদ্রির নাম। দুর্দান্ত এক পাস তিনি দিয়েছিলেন কাইল ওয়াকারকে। ইংলিশ রাইট-ব্যাক সেই বল দেন ফোডেনকে। দুর্দান্ত শটে সিটিকে এগিয়ে দেন তিনি।

ঠিক ৭ মিনিট পর সিটির ব্যবধান দ্বিগুণ করেন আর্লিং হলান্ড। ফোডেন দুর্দান্ত এক পাস দেন ম্যাথুস নুনেসকে। তিনি ওপর দিয়ে বল পাঠান পোস্টের কাছে চলে আসা হলান্ডকে। অসাধারণ এক হেডে স্কোরলাইন ২-০ করেন নরওয়েজিয়ান স্ট্রাইকার।

এই জয়ে এবারের প্রিমিয়ার লিগে ৬ ম্যাচ খেলে পুরো ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিটি। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে টটেনহাম। সমান ম্যাচে ১৩ পয়েন্ট করে আছে লিভারপুল ও আর্সেনালেরও।