রসি–শিলাচিকে ছাড়িয়ে গেলেন ইতালির যে তরুণ

কাসাদেই নিজেকে চেনাচ্ছেন ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে।টুইটার

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’ ২০২১ সালের অক্টোবরে ‘পরবর্তী প্রজন্ম’ নামে একটি তালিকা করেছিল। ভবিষ্যতের তারকা—এমন সম্ভাবনাময় ফুটবলারদের নিয়ে করা হয়েছিল সেটি। সেবারের তালিকাটা ছিল ২০০৩ সালে জন্মানো ফুটবলারদের নিয়ে। চেজারে কাসাদেইকে সেই তালিকায় রেখেছিল গার্ডিয়ান। তখনো সেভাবে নিজের জাত চেনাতে পারেননি চেজারে। দুই বছর পর কাসাদেই নিজেকে চেনাচ্ছেন ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে।

বুয়েনস এইরেসে লা প্লাতায় ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে কাল অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২–১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ইতালি। ১৪ মিনিটে ‘আজ্জুরি’দের হয়ে প্রথম গোলটি চেজারে কাসাদেইয়ের। আর্জেন্টিনায় অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের খোঁজখবর রাখলে কাসাদেইয়ের গোলে অবাক না হওয়াই স্বাভাবিক। মিডফিল্ডার হয়েও এরই মধ্যে ৭ গোল করে ফেলেছেন ২০ বছর বয়সী কাসাদেই। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও রাভেন্নায় জন্ম নেওয়া এই তরুণই।

অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে জ্বলে না উঠলে কাসাদেইকে হয়তো কেউ সেভাবে চিনতেন না। ইন্টার মিলানের বয়সভিত্তিক দল থেকে তাঁকে উড়িয়ে এনেছিল চেলসি। এ বছরের ৩০ জানুয়ারি তাঁকে ধারে ইংলিশ ফুটবলে তৃতীয় স্তরের প্রতিযোগিতার দল রিডিংয়ে পাঠায় চেলসি। বলার মতো কোনো পারফরম্যান্স দেখাতে না পারলেও ইতালির বয়সভিত্তিক জাতীয় দলগুলোর প্রায় সব স্তরেই খেলেছেন কাসাদেই। এবার অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে জ্বলে ওঠার সঙ্গে দারুণ এক রেকর্ডও গড়েছেন ২০ বছর বয়সী এই মিডফিল্ডার।

ইতালির সাবেক স্ট্রাইকার সালভাতর শিলাচি
টুইটার

ফিফা আয়োজিত ১১ খেলোয়াড় নিয়ে গঠিত দলগুলোর টুর্নামেন্টে ইতালির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন কাসাদেইয়ের। এত দিন ৬ গোলের রেকর্ডটি ধরে রেখেছিলেন ইতালির কিংবদন্তি পাওলো রসি ও সাবেক স্ট্রাইকার সালভাতর শিলাচি। ১৯৮২ বিশ্বকাপে ইতালিকে চ্যাম্পিয়ন করার পথে সর্বোচ্চ ৬ গোল করেছিলেন প্রয়াত রসি। ৮ বছর পর ১৯৯০ বিশ্বকাপে একাই ৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন শিলাচি।

৩৩ বছর ধরে রসি–শিলাচির ধরে রাখা রেকর্ডটি কাল সেমিফাইনালে গোল করে ভেঙেছেন কাসাদেই।

ছোটদের বিশ্বকাপে কাসাদেই এখন ‘গোল্ডেন বুট’ হাতে তোলার অপেক্ষায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫ গোল ব্রাজিলের মার্কাস লিওনার্দোর, তবে ব্রাজিল এরই মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। ফাইনালে ওঠা উরুগুয়ে এবং তৃতীয় স্থান নির্ধারণীর অপেক্ষায় থাকা ইসরায়েল, দক্ষিণ কোরিয়ার কারোরই চার গোলও নেই। নিকটতম দূরত্বে থাকা উরুগুয়ের অ্যান্ডাসন দুয়ার্তের গোল ৩টি।

কাসাদেই অবশ্য ব্যক্তিগত সাফল্য নিয়ে ভাবছেন না, ‘গোল্ডেন বুট জয় নিয়ে একদমই ভাবছি না। আমি শুধু দলকে ম্যাচ ও টুর্নামেন্ট জেতাতে চাই।’