default-image

গত মাসেই লিওনেল মেসির আর্জেন্টিনা দলের বিশ্বকাপ জার্সি উন্মোচিত হয়েছিল। তবে তার আগেই আর্জেন্টিনার জার্সির নকশা ফাঁস করে দিয়েছিল ফুটি হেডলাইনস। ব্রাজিলের জার্সির নকশাও নিয়েও কিছুটা আভাস ফুটি হেডলাইনস দিয়েছিল। কাল উন্মোচিত জার্সির নকশার সঙ্গে ফুটি হেডলাইনসের নকশাও মিলে গেছে।

২০ বছর হয়ে গেছে ব্রাজিল সবশেষ বিশ্বকাপ জিতেছে। ২০০২ সালে জাপান-দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপে ফাইনালে জার্মানিকে রোনালদো নাজারিওর জোড়া গোলে ২-০ গোলে হারিয়ে ব্রাজিল ঘরে তুলেছিল পঞ্চম বিশ্ব শিরোপা। এর আগে ১৯৯৪ সালে ইতালিকে টাইব্রেকারে হারিয়ে ব্রাজিলের ঘরে যায় চতুর্থ বিশ্বকাপ, সেটি ছিল ১৯৭০ সালে তৃতীয় বিশ্বকাপ জেতার ২৪ বছর পর। ১৯৫৮ ও ১৯৬২ সালে প্রথম দুটি বিশ্বকাপ শিরোপা জিতেছিল ব্রাজিল। ১৯৭০ সালে তৃতীয়বারের মতো জিতে বিশ্বকাপের আদি ট্রফি (জুলেরিমে ট্রফি) পুরোপুরি নিজেদের করে নিয়েছিল সেলেসাওরা।

ফুটবল থেকে আরও পড়ুন
মন্তব্য করুন