আর্জেন্টাইনদের কাছে গালি শুনছেন অন্য এক রাফিনিয়াও

এই রাফিনিয়ার সঙ্গে গালি শুনছেন অন্য রাফিনিয়াওরাফিনিয়ার ইনস্টাগ্রাম হ্যান্ডল

নাম নিয়ে বিড়ম্বনার গল্প খুঁজলে অনেক পাওয়া যাবে। নামের মিলের কারণে একজনের সাজা অন্যের ভোগ করার খবরও হুটহাট সংবাদমাধ্যমগুলোয় চোখে পড়ে। তেমনই নাম নিয়ে এক সপ্তাহ ধরে সম্ভবত বিড়ম্বনার ভেতর দিয়ে যেতে হচ্ছে রাফিনিয়া নামের লোকদের। তাঁদের মধ্যে সম্ভবত সবচেয়ে বেশি বিড়ম্বনার শিকার হয়েছেন সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার রাফিনিয়া।

এই রাফিনিয়া এক সময় কোরিতিবা এবং ক্রুজেইরো ক্লাবের খেললেও, সাম্প্রতিক সময়ে কোনো কিছু নিয়েই আলোচনায় ছিলেন না। কিন্তু কিছু না করেও কয়েক দিন ধরে সমানে গালি শুনতে হচ্ছে তাঁকে। পাচ্ছেন অশ্লীল ও অপমানজনক বার্তাও। এসব অবশ্য তাঁর নিজের কোনো কাজের জন্য, বরং নামের মিলের কারণে এভাবে অপদস্ত হতে হচ্ছে রাফিনিয়াকে।  

আসল ঘটনার শুরু ব্রাজিল জাতীয় দলের ফরোয়ার্ড রাফিনিয়াকে ঘিরে। বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচের আগে বার্সেলোনা তারকা রাফিনিয়া বলেছিলেন, ‘আমরা ওদের গুঁড়িয়ে দেব। কোনো সন্দেহ নেই। একদম গুঁড়িয়ে দেব মাঠের ভেতরে, দরকার পড়লে মাঠের বাইরেও।’

আরও পড়ুন

কিন্তু মাঠের বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন। ম্যাচে ব্রাজিল হারে ৪–১ গোলে আর রাফিনিয়াও তেমন ভালো খেলেননি। এ ম্যাচের পর মাঠে ও মাঠের বাইরে আর্জেন্টিনার খেলোয়াড়দের কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। এরপর শুরু হয় আর্জেন্টাইন সমর্থকদেরও কটু কথার বর্ষণ। যার কিছু এসে পরেছে একই নামের সাবেক ফুটবলার রাফিনিয়ার ওপর।

গালি শুনতে থাকা অন্য রাফিনিয়া
ইনস্টাগ্রাম

এই ঘটনায় বেশ বিরক্ত হয়েছেন অন্য এই রাফিনিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বার্সা তারকাকে উদ্দেশ করে লেখেন, ‘নিপাত যাও রাফিনিয়া! তুমি যা বলেছ এরপর থেকে আর্জেন্টাইনরা আমাকে অপমান করছে।’ তাঁকে পাঠানো অন্যদের বেশ কিছু বার্তার স্ক্রিনশটও শেয়ার করেন রাফিনিয়া। এসব বার্তায় স্প্যানিশ ভাষায় কটাক্ষ করা হয়েছে এই রাফিনিয়াকে।

আরও পড়ুন

কোরিতিবার বয়সভিত্তিক দলের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করেন রাফায়েল সিলভা রাফিনিয়া। এরপর ব্রাজিলের ঘরোয়া ফুটবলে লম্বা সময় ধরে খেলেছেন। এর মধ্যে একাধিক শিরোপাও জিতেছেন সাবেক এই অ্যাটাকিং মিডফিল্ডার। তবে ক্যারিয়ারে সেই অর্থে বড় কোনো পর্যায়ে খেলা হয়নি ৪১ বছর বয়সী রাফিনিয়ার।