আলোনসোকে কালমুন্ডের পরামর্শ: লিভারপুলে না গিয়ে রিয়ালের অপেক্ষায় থাকো

লেভারকুসেন কোচ জাবি আলোনসোরয়টার্স

এ মৌসুম শেষেই লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। জানুয়ারির শেষ দিকে ক্লপের এ সিদ্ধান্ত সামনে আসার পর থেকেই নতুন কোচ নিয়ে শুরু হয় জল্পনা। শুরু থেকেই অবশ্য একটি নামই বারবার সামনে আসছিল—জাবি আলোনসো
লিভারপুল ও রিয়াল মাদ্রিদের সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার বায়ার লেভারকুসেনের দায়িত্ব নিয়ে রীতিমতো বিপ্লব নিয়ে এসেছেন

কখনো বড় শিরোপা না জেতায় ‘নেভারকুসেন’ তকমা পাওয়া ক্লাবটিকে এখন লিগ জেতানোর স্বপ্ন দেখাচ্ছেন আলোনসো। বুন্দেসলিগায় দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে আছে লেভারকুসেন। এমনকি সব প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত থাকার জার্মান রেকর্ডও গড়েছে তারা। এখন পর্যন্ত টানা ৩৫ ম্যাচে আলোনসোর দলকে হারাতে পারেনি কেউই। শুধু ফলেই নয়, খেলার মানের দিক থেকেও সবাইকে মুগ্ধ করেছেন আলোনসোর দল।

আরও পড়ুন

ফলে ইউরোপিয়ান শীর্ষ ক্লাবগুলোও আলোনসোকে পেতে উন্মুখ হয়ে আছে। লিভারপুলের পাশাপাশি তাঁকে পেতে চাওয়ার তালিকায় আছে বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনার নামও। বায়ার্ন বা বার্সার চেয়ে লিভারপুলই আলোনসোকে পাওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে গেছে বলে জানিয়েছে একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম।

তবে লেভারকুসেনের সাবেক প্রধান নির্বাহী রেইনার কালমুন্ড মনে করেন, আলোনসোর এখনই লিভারপুলে যাওয়া উচিত হবে না। তাঁর মতে, বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকার উচিত, রিয়াল মাদ্রিদের জন্য অপেক্ষা করা।

বুন্দেসলিগায় শীর্ষে আছে জাবির লেভারকুসেন
এক্স

জার্মান সংবাদমাধ্যম স্পোর্ট ওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে আলোনসোর ক্লাব ছাড়া নিয়ে কালমুন্ড বলেছেন, ‘আমার মনে হয় না আলোনসো এটা (লেভারকুসেন ছাড়া) করবে। অবশ্যই তার হাতে ভালো বিকল্প আছে। আলোনসো লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছে এবং বায়ার্নের সঙ্গে তিনটি লিগ শিরোপা জিতেছে। কোনো সন্দেহ নেই যে এই দলগুলো নিয়োগকর্তা হিসেবেও দারুণ। আমাদেরও অপেক্ষা করতে হবে। রিয়াল মাদ্রিদে কী হয়, তা দেখতে হবে। আনচেলত্তি আরও আগে বিদায় নেয় কি না, তা–ও দেখতে হবে।’

আরও পড়ুন

আলোনসোকে এখনই লিভারপুলে না যাওয়ার পরামর্শ দিয়ে কালমুন্ড এরপর যোগ করেছেন, ‘আমি তাকে লিভারপুলে ক্লপের উত্তরসূরি হিসেবে যাওয়ার পরামর্শ দেব না। আমি তাকে পরামর্শ দেব, সে যেন লেভারকুসেনে আরও এক বা দুই বছর থাকে। এরপর সে (রিয়ালে) আনচেলত্তির বিকল্প হতে পারে।’

আরও পড়ুন

আলোনসোকে অন্তত আরও এক মৌসুম লেভারকুসেন ধরে রাখতে পারবে বলে মনে করেন কালমুন্ড, ‘অনেক কিছু লেখা হচ্ছে, আপনাদের সব বিশ্বাস করা উচিত হবে না। আমি অতি আত্মবিশ্বাসী হতে চাই না। তবে আমার দৃঢ় অনুমান যে আলোনসো পরের মৌসুমেও লেভারকুসেনে থাকছে। খেলোয়াড় হিসেবে সব জিতেছে, যেখানে রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগও আছে।’