আইফোন পেলেন সানজিদা, শামসুন্নাহার পেলেন হারানো ডলারের দেড় গুণ

শামসুন্নাহার, সানজিদা ও কৃষ্ণাদের হাতে টাকা ও আইফোন তুলে দেন বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তারছবি: সংগৃহীত

সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতে ঢাকায় ফেরার সময় লাগেজ থেকে ডলার খোয়া গিয়েছিল কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও শামসুন্নাহার সিনিয়রের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এরপর থানায় জিডি করেছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনো সমাধান পাওয়া যায়নি। বাফুফে অবশ্য আজ তিন ফুটবলারকে ফিরিয়ে দিয়েছে খোয়া যাওয়া টাকার প্রায় দ্বিগুণ।

শামসুন্নাহার সিনিয়রের ব্যাগ থেকে খোয়া গিয়েছিল ৪০০ ডলার। তিনি পেয়েছেন ১ লাখ টাকা। কৃষ্ণা রানী সরকারের লাগেজ থেকে হারিয়েছিল ৯০০ ডলার। যেখানে সানজিদা আক্তারের ছিল আইফোন কেনার ৪০০ ডলার। এই ৪০০ ডলারের বদলে সানজিদাকে আইফোন থার্টিন প্রো-ম্যাক্স কিনে দিয়েছে বাফুফে। তাঁর হাতে আজ এক লাখ টাকার বেশি দামের আইফোন তুলে দেন মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার। আর কৃষ্ণা পেয়েছেন দেড় লাখ টাকা।

মেয়েদের হাতে ক্ষতিপূরণের টাকা ও মুঠোফোন কিনে দিতে পেরে খুশি মাহফুজা আক্তার, ‘খোয়া যাওয়া ডলার পাওয়া না গেলে আমরা ক্ষতিপূরণ দিতে চেয়েছিলাম। মেয়েদের হারিয়ে যাওয়ার ডলারের চেয়েও বেশি দিয়েছি আজ। ওরা খুবই খুশি।’

ক্ষতিপূরণ বুঝে পেয়ে খুব খুশি ফুটবলাররা। সানজিদা জানান, তাঁর স্বপ্ন পূরণ হয়েছে, ‘আমি খুব খুশি, আমার খুব ভালো লাগছে। আমার স্বপ্ন ছিল আমার যে প্রাইজমানি, সেটার সঙ্গে আরও কিছু টাকা যোগ করে আইফোন কিনব, এখন সেটা পেয়ে গেছি।’
টাকা পেয়ে মায়ের জন্য সোনার চেইন কিনতে যাওয়ার কথা জানিয়েছেন কৃষ্ণা, ‘টাকাটা ফিরে পেয়ে খুশি। আমি আজকেই দোকানে যাব এবং মায়ের জন্য যে চেইনটা দেখেছিলাম, সেটা কিনব।’

হারানো জিনিস ফিরে পেয়ে খুশি বাংলাদেশের তিন নারী ফুটবলার
ছবি: সংগৃহীত

শামসুন্নাহার জানান, হারিয়ে যাওয়া অর্থের থেকে অনেক বেশি পাওয়ায় তাঁরা আনন্দিত, ‘আমরা যতটুকু হারিয়েছি, তার চেয়ে বেশি পেয়েছি। আমরা আসলেই খুশি।’
সানজিদা-কৃষ্ণারা বর্তমানে বাফুফে ভবনে আছেন। ২৮ সেপ্টেম্বর থেকে ছুটিতে যাবেন সাফে সোনাজয়ী এই মেয়েরা। এর আগে ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনী নারী ফুটবল দলের জন্য সংবর্ধনার আয়োজন করেছে। যেখানে তাঁদের পুরস্কার হিসেবে হাতে তুলে দেওয়া হবে ১ কোটি টাকা।