নেইমারের বিচার শুরু
২০১৩ সালে সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেন নেইমার। সেই দলবদল নিয়ে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে মামলা করেছিল ব্রাজিলের বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস। ঘটনার ৯ বছর পর নেইমার এবং আরও ৮ জনের বিচার কাল শুরু হয় বার্সেলোনার আদালতে। সেই মামলার বিচারে বার্সেলোনার প্রাদেশিক আদালতে হাজিরা দিয়েছেন পিএসজির এই ব্রাজিলিয়ান তারকা।
নেইমারের সঙ্গে এই মামলার বিবাদীপক্ষে আছেন তাঁর মা–বাবা, দুই ক্লাব বার্সেলোনা ও সান্তোস এবং ক্লাব দুটির সাবেক তিন সভাপতি। বার্সার সাবেক দুই সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ, স্যান্দ্রো রসেল এবং সান্তোসের সাবেক সভাপতি ওদিলো রদ্রিগেজ। মামলায় ডিআইএসের অভিযোগ, ব্রাজিলিয়ান ক্লাবটি থেকে নেইমারের বার্সেলোনায় যোগদানে দলবদলের আসল অঙ্কটা প্রকাশ করা হয়নি। এতে ডিআইএস স্বত্ব অনুযায়ী যে টাকাটা পাওয়ার কথা ছিল, তা পায়নি, কম পেয়েছে। পিএসজি তারকা নেইমার এ অভিযোগ অস্বীকার করে ২০১৭ সালে স্পেনের উচ্চ আদালতে আপিল করে হেরে যান। তারপর এই বিচারের প্রক্রিয়া শুরু করা হয়।
রোদচশমা ও কালো স্যুটে মা–বাবার সঙ্গে আদালতে হাজিরা দেন নেইমার। প্রায় আড়াই ঘণ্টা আদালতে অবস্থানের পর তাঁকে প্রস্থানের অনুমতি দেন বিচারক। ২১ কিংবা ২৮ অক্টোবর সাক্ষ্য দিতে নেইমারের কাঠগড়ায় দাঁড়ানোর কথা ছিল। কিন্তু ক্লাব ফুটবলের ব্যস্ততা বিবেচনায় নিয়ে আদালত তাঁর সাক্ষ্য দেওয়ার দিন এগিয়ে আনেন।
নেইমারের দুই বছর কারাবাসের পাশাপাশি এক কোটি ইউরো জরিমানা দাবি করে মামলা করেছেন বাদীপক্ষের আইনজীবীরা। বার্সার সে সময়ের সভাপতি রসেলের পাঁচ বছরের কারাবাস এবং কাতালান ক্লাবটিকে ৮৪ লাখ ইউরো জরিমানার দাবিও করা হয়েছে। তবে কাল নেইমার আদালতে হাজিরা দেওয়ার পর তাঁর সঙ্গে রসিকতাও করেন বিচারক হোসে ম্যানুয়েল দেল আমো সানচেজ। রোববার ফ্রান্সে স্থানীয় সময় সন্ধ্যায় মার্শেইয়ের বিপক্ষে তাঁর একমাত্র গোলে জেতে পিএসজি। বিচারক নেইমারকে বলেছেন, পিএসজির হয়ে একমাত্র গোলের পর তিনি নিশ্চয়ই ক্লান্ত!
মামলায় বিবাদীপক্ষ সব অভিযোগ অস্বীকার করলেও গত বৃহস্পতিবারই সংবাদ সম্মেলনে আইনজীবীর মাধ্যমে নিজেদের দাবি উপস্থাপন করে ডিআইএস।
প্রতিষ্ঠানটির হয়ে মামলায় অংশ নেওয়া আইনজীবী পাওলো নাসা বলেছেন, ‘নেইমার এবং তাঁর মা–বাবা, বার্সেলোনা ও সান্তোসের বোর্ড পরিচালকেরা মিলে আমার মক্কেলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সেই দলবদলের (সান্তোস থেকে বার্সা) আসল অঙ্ক ছিল ৮ কোটি ২০ লাখ ইউরো। কিন্তু অফিশিয়ালি মাত্র ১ কোটি ৭০ লাখ দেখানো হয়।’
নেইমার এবং তাঁর পরিবারের পক্ষে এই মামলায় অংশ নেওয়া আইনজীবী মারিয়া মাসো যুক্তি দেন, তাঁর মক্কেল কোনো অপরাধ করেননি। আর দলবদলের সেই ঘটনা ঘটেছে ব্রাজিলে, যেখানকার কোনো কিছু নিয়ে স্প্যানিশ আদালতের বিচারিক ক্ষমতা নেই।
নেইমারকে সান্তোস থেকে উড়িয়ে আনার সময় বার্সা জানিয়েছিল, এই দলবদলের মূল্য ৫ কোটি ৭১ লাখ ইউরো। এর মধ্যে ৪০ লাখ ইউরো নেইমারের পরিবারকে দেওয়া হয়েছে। সান্তোসকে দেওয়া ১ কোটি ৭১ লাখ ইউরোর মধ্য থেকে ৪০ শতাংশ অর্থের ভাগ পায় ডিআইএস।
লিগ আঁতে শুক্রবার অ্যাজাক্সিও–র মুখোমুখি হবে পিএসজি। এরপর ২৫ অক্টোবর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মুখোমুখি হবে ইসরায়েলি ক্লাব ম্যাকাবি হাইফার। এ দুটি ম্যাচেই খেলবেন নেইমার।