হাসপাতাল ছাড়লেন তেভেজ

কার্লোস তেভেজইনস্টাগ্রাম

বুকে ব্যথা নিয়ে গতকাল বুয়েনস এইরেসের সান ইসিদ্রোয় সানাতোরিও লা ত্রিনিদাদ হাসপাতালে ভর্তি হয়েছিলেন কার্লোস তেভেজ। কাল সকালেই আর্জেন্টিনার সাবেক এই ফরোয়ার্ডের নানা রকম শারীরিক পরীক্ষার পর দিনের শেষ ভাগে তাঁকে ছেড়েছেন চিকিৎসকেরা।

৪০ বছর বয়সী তেভেজ বর্তমানে আর্জেন্টিনার ক্লাব ইন্দিপেন্দিয়েন্তের কোচ। তাঁর ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘কার্লোস তেভেজের শারীরিক পরীক্ষা–নিরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বাসায় ফিরে বিশ্রাম নেবেন এবং আগামীকাল অনুশীলনে ফিরবেন।’ যুক্তরাস্ট্রের সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, ঠিক কী কারণে তেভেজ বুকে ব্যথা অনুভব করেছিলেন, সেটি জানানো হয়নি।

আরও পড়ুন

ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, ওয়েস্ট হাম ও বোকা জুনিয়র্সের সাবেক ফরোয়ার্ড তেভেজ গত বছরের আগস্টে ইন্দিপেন্দিয়েন্তে কোচের দায়িত্ব নেন। অসুস্থতার কারণে তাঁর হাসপাতালে ভর্তির খবর গতকাল জানিয়েছিল আর্জেন্টাইন সংবাদমাধ্যম।

তখন ইন্দিপেন্দিয়েন্তের বিবৃতিতে বলা হয়েছিল, ‘বুকে ব্যথা নিয়ে আমাদের কোচ কার্লোস তেভেজ লা ত্রিনিদাদ হাসপাতালে গিয়েছিলেন। প্রাথমিকভাবে যে পরীক্ষা করা হয়েছে, সেটার ফল সন্তোষজনক। আজ তাঁর সাধারণ চেকআপের অংশ হিসেবে আরও পরীক্ষা করা হবে। পরীক্ষাগুলো শেষ হওয়ার আগপর্যন্ত তেভেজ হাসপাতালে ভর্তি থাকবেন।’

আরও পড়ুন

২০ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ারে ইউনাইটেড ও সিটির হয়ে মোট তিনবার ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছেন তেভেজ। ইউনাইটেডের হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগও। জুভেন্টাসের হয়ে দুবার সিরি ‘আ’ জয়ের পাশাপাশি বোকা জুনিয়র্সের হয়ে আর্জেন্টিনার প্রিমিয়ার লিগও জিতেছেন একাধিকবার।

ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, ওয়েস্ট হাম ও বোকা জুনিয়র্সের সাবেক ফরোয়ার্ড তেভেজ গত বছরের আগস্টে ইন্দিপেন্দিয়েন্তে কোচের দায়িত্ব নেন।

আর্জেন্টিনার হয়ে ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে খেলেছেন তেভেজ। দেশের জার্সিতে ৭৬ ম্যাচে করেছেন ১৩ গোল। ২০২২ সালের জুনে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর সে বছরই আর্জেন্টিনার প্রিমিয়ার লিগের দল রোজারিও সেন্ট্রালের কোচের দায়িত্ব নেন। এরপর যোগ দেন ইন্দিপেন্দিয়েন্তে ক্লাবে।

আরও পড়ুন