স্পেনের টাইব্রেকার-ট্র্যাজেডি, মরক্কোর ইতিহাস

আল-রাইয়ানের এডুকেশন সিটিতে জমল অনেক নাটক। ২০১০ বিশ্বকাপের শিরোপাজয়ী স্পেন মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিল। চতুর্থ আফ্রিকান দেশ ও প্রথম ‘আরব’ দেশ হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল মরক্কো। নাটকীয় এই ম্যাচের এক দিকে আনন্দ অন্য দিকে বেদনা। সেই আনন্দ-বেদনার যুগল থাকল আজকের বিশ্বকাপের ছবিতে—
১ / ৯
সের্হিও বুসকেটসের শট ঠেকিয়ে মরক্কোকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুললেন মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনু। ২০১০ বিশ্বকাপজয়ী বুসকেটসের শেষটা হলো ট্র্যাজেডির।
ছবি: রয়টার্স
২ / ৯
স্পেনের গোলকিপার উনাই সিমনকে পরাভূত করলেন মরক্কোর হাকিম জিয়েশ।
ছবি: রয়টার্স
৩ / ৯
স্পেনের কোচ লুইস এনরিকের বিদায়টাও ট্র্যাজেডি নিয়েই।
ছবি: রয়টার্স
৪ / ৯
এক সময়ের বিশ্বজয়ী বুসকেটস আজ ব্যর্থ। ফুটবল কোনো তারকাকে সব ধরনের গল্পই শোনায়।
ছবি: রয়টার্স
৫ / ৯
৬ / ৯
মরক্কান দর্শকদের আজ গৌরবের দিন।
ছবি: রয়টার্স
৭ / ৯
বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার পর মরক্কোর আশরাফ হাকিমি ও অন্যান্যরা।
ছবি: রয়টার্স
৮ / ৯
বিদায়ের পর বিধ্বস্ত স্পেনের আনসু ফাতি।
ছবি: রয়টার্স
৯ / ৯
স্পেনের জয় দেখতেই শিশুকে নিয়ে এসেছিলেন স্প্যানিশ এই নারী। শেষ পর্যন্ত হতাশই হতে হয়েছে তাঁকে।
ছবি: রয়টার্স