বেতন বাড়ল কাবরেরার, চুক্তির মেয়াদও

চুক্তির মেয়াদ বাড়ছে হাভিয়ের কাবরেরারছবি: বাফুফে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরার চুক্তির মেয়াদ বাড়িয়েছে বাফুফে। স্প্যানিশ কোচের চুক্তি মেয়াদ ছিল ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। এটা আরও এক বছর বাড়িয়ে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

কাবরেরার অধীনে সাম্প্রতিককালে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ভালো করছে। অক্টোবরে মালদ্বীপকে পেছনে ফেলে স্থান করে নিয়েছে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে। এর আগে গত জুনে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে ১৪ বছর পর সেমিফাইনালে খেলেছিল জাতীয় দল। তাঁর চুক্তির মেয়াদ বাড়বে, এমনটাই অনুমেয় ছিল।

কাবরেরার অধীনে ভালো খেলছে জাতীয় দল
ছবি: প্রথম আলো

২০২২ সালে শুরুর দিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছিলেন উয়েফা প্রো লাইসেন্সধারী কাবরেরা। তাঁর নিয়োগ সে সময় কিছু প্রশ্নের জন্ম দিয়েছিল। বাংলাদেশের কোচ হওয়ার আগে কোনো জাতীয় দলের হেড কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা ছিল না তাঁর। এমনকি কোনো ক্লাব দলেও হেড কোচের দায়িত্ব পালন করেননি। তাঁর বড় অভিজ্ঞতা বলতে ছিল ভারতের আই লিগের একটি ক্লাবের সহকারী কোচ হিসেবে কাজ করা। যদিও স্পেনে তিনি বিভিন্ন ক্লাবের একাডেমি কোচ হিসেবে কাজ করেছিলেন। যদিও গত এক বছরে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে। তাঁর অধীনে জাতীয় দলের খেলার উন্নতি তাঁকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তাঁর অধীনে এখন পর্যন্ত ২১টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে ৬টি জয়ের বিপরীতে ড্র ৬টি। বাংলাদেশ হেরেছে ৯টি ম্যাচ। সম্প্রতি বিশ্বকাপ বাছাইপর্বে লেবাননের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। যেটি যথেষ্ট ভালো ফল। ম্যাচটা বাংলাদেশ জিততেও পারত।

জাতীয় দলকে দিয়ে ভালো খেলিয়ে আলোচনার কেন্দ্রে এখন কাবরেরা
বাফুফে

গত কয়েক দিন ধরেই তাঁকে নিয়ে গুঞ্জন ছিল। তিনি নিজের বেতন বাড়াতে চাচ্ছেন—এমন খবরও চাউর হয়েছিল। আগের চুক্তিতে কাবরেরার বেতন ছিল মাসে ৮ হাজার মার্কিন ডলার। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির প্রধান ও বাফুফের সহ সভাপতি কাজী নাবিল আহমেদ প্রথম আলোকে বলেছেন, ‘নতুন চুক্তিতে কাবরেরার বেতন ভালোই বাড়ছে। কতটা বাড়ছে এটা এখনই বলছি না। কাগজপত্র প্রস্তুত হলে বলব। দুই পক্ষের সম্মতিতেই নতুন চুক্তিটা হয়েছে।’

২০২৪ সালে বাংলাদেশ জাতীয় দলের সামনে কঠিন সব চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আগামী মার্চে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে ‘আই’ গ্রুপে পরবর্তী লেবানন ও ফিলিস্তিনের বিপক্ষে পরবর্তী দুটি ম্যাচ খেলবে জাতীয় দল। এরপর জুনে আরও ফিলিস্তিন ও অস্ট্রেলিয়ার সঙ্গে বাকি দুটি ম্যাচ। গত মাসে মেলবোর্নে অস্ট্রেলিয়ার সঙ্গে অ্যাওয়ে ও লেবাননের সঙ্গে ঘরের মাঠে খেলেছে বাংলাদেশ।

কাবরেরার অধীনে গত সেপ্টেম্বরে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলে চীনের হাংজুতে এশিয়ান গেমস ফুটবলেও খারাপ খেলেনি। বিশেষ করে নিজেদের গ্রুপে স্বাগতিক চীনের সঙ্গে গোলশূন্য ড্র করে চমকে দেয় বাংলাদেশ। যদিও হাড্ডাহাড্ডি লড়াই করেও ভারত ও মিয়ানমারের কাছে ১-০ গোলে হেরে যায় কাবরেরার দল।