ঘুরে দাঁড়ানো জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগে রোনালদোর আল নাসর

রোনালদোর আল নাসরের দারুণ জয়ছবি: টুইটার

সৌদি প্রো লিগে টানা দুই ম্যাচে হেরে আগে থেকেই চাপে ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। সেই চাপ কমানোর লক্ষ্যে আজ এএফসি চ্যাম্পিয়নস লিগের প্লে অফে আরব আমিরাতের ক্লাব শাবাব আল আহলি বিরুদ্ধে মাঠে নামেন রোনালদোরা।

শুরুতে এগিয়ে গিয়েও ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত ২-১ গোলে পিছিয়েই ছিল রোনালদোরা। কিন্তু এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ায় সৌদি ক্লাবটি। ৮৮ মিনিটে সমতা ফেরানোর পর যোগ করা সময়ে আরও দুই গোল করে তারা। যা শেষ পর্যন্ত ৪-২ গোলের দারুণ এক জয় এনে দিয়েছে আল নাসরকে। আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন তালিসকা। আর এ জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের মূল পর্বেও পৌঁছে গেল আল নাসর।

আরও পড়ুন

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় আল নাসর। বলের দখল রেখে চেষ্টা করে সুযোগ তৈরির। ১০ মিনিটের মাথায় দেখা মেলে রোনালদোর জাদুর। যদিও সেই আক্রমণ থেকে গোল পায়নি আল নাসর। গোলের জন্য রোনালদোদের অবশ্য খুব বেশি অপেক্ষায় থাকতে হয়নি। ম্যাচের ১১ মিনিটে এগিয়ে যায় আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের শিরোপাধারীরা।

ব্রজোভিচের কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করেন তালিসকা। গোল খেয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে শাবাব আল আহলি। ১৮ মিনিটের মাথায় ম্যাচে সমতাও ফেরায় তারা। দলের হয়ে গোল করেন ইয়াহিয়া আল-ঘাসানি। ম্যাচে সমতা ফিরলেও দাপট ছিল আল নাসরের। ২৭ মিনিটে বিফলে যায় রোনালদো-ব্রজোভিচদের দারুণ এক প্রচেষ্টা। প্রথমার্ধের বাকি সময়ে অবশ্য দুই দলই চেষ্টা করেছে ম্যাচে এগিয়ে যাওয়ার।

জোড়া গোল করেছেন তালিসকা
ছবি: টুইটার

বিরতির আগে রোনালদোর পায়ের জাদুতে একাধিকবার এগিয়ে যাওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিল আল নাসর। কিন্তু শেষ বাঁধাটি অতিক্রম করতে পারেনি তারা। এর মধ্যে একাধিকবার পেনাল্টির আবেদনও জানিয়েছিলেন রোনালদো। তবে তাতে সাড়া দেননি রেফারি। বিরতিতে মাঠ ছেড়ে যাওয়ার সময় বেশ ক্ষোভও দেখিয়েছেন ‘সিআর সেভেন।’

বিরতির পরপর বড় ধাক্কা খায় আল নাসর। এবার দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করে শাবাব আল আহলিকে এগিয়ে দেন আল ঘাসানি। একটু পর ম্যাচে ফেরার দারুণ এক সুযোগ এসেছিল আল নাসরের সামনে। কিন্তু সুবিধাজনক জায়গা থেকে তালিসকার শট বারের ওপর দিয়ে যায়। পিছিয়ে পড়ে রীতিমতো মরিয়া হয়ে ওঠে আল নাসর। একের পর এক আক্রমণে শাবাব রক্ষণকে কাঁপিয়ে দেয় তারা। কিন্তু কাঙ্ক্ষিত গোলটি আসছিল না কোনোভাবে।

আরও পড়ুন

৬২ মিনিটে দুর্দান্ত এক গোল পেতে পেতেও পায়নি আল নাসর। বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে গিসলাইন কোনানের নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। এরপরও হাল ছাড়েননি রোনালদোরা। তাঁদের চেষ্টা শেষ পর্যন্ত আলোর মুখ দেখে ম্যাচে ম্যাচের ৮৮ মিনিটে। সুলতান আল ঘানামের গোলে ম্যাচে সমতায় ফেরে আল নাসর।

এরপর যোগ করা সময়ে আবারও চমক আল নাসরের। এবার দারুণ এক হেডে রিয়াদের ক্লাবটিকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তালিসকা। সেই যোগ করা সময়ে নিজেদের চতুর্থটিও পেয়ে যায় আল নাসর। এবার রোনালদোর সহায়তায় গোল করেন ব্রজোভিচ। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানের জয়েই মূল পর্ব নিশ্চিত করে আল নাসর।