হ্যারি কেইনকে রিয়ালে দিয়ে হ্যাজার্ডকে পেতে চায় টটেনহাম

টটেনহাম ছেড়ে রিয়ালে যেতে পারেন হ্যারি কেইনরয়টার্স

মৌসুমের শেষ ভাগে এসে দুয়ারে কড়া নাড়তে শুরু করেছে গ্রীষ্মকালীন দলবদল। এরই মধ্যে খেলোয়াড়দের সঙ্গে জড়িয়ে বিভিন্ন ক্লাবের নামও সামনে আসতে শুরু করেছে। শোনা যাচ্ছে, টটেনহামের তারকা হ্যারি কেইনের দলবদলের গুঞ্জনও। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ নাকি কেইনকে কিনতে বেশ আগ্রহী।

কেইন যদি প্রিমিয়ার লিগের বাইরে অন্য কোনো ক্লাবে যান, তাহলে টটেনহামের নাকি কোনো আপত্তি নেই। এরই মধ্যে এক মধ্যস্থাকারীর মাধ্যমে রিয়াল নাকি একটি প্রস্তাবও পেয়েছে, যেখানে কেইনের বদলে টটেনহাম এডেন হ্যাজার্ডকে দলে পেতে চায়। টটেনহামের এ প্রস্তুাব নিয়ে রিয়াল এখনো কোনো উত্তর দেয়নি বলেই খবর। তবে হ্যাজার্ড রিয়ালে নিয়মিত নন। তাই তাঁকে ছাড়ার ব্যাপারে বিশেষ কোনো আপত্তি না–ও করতে পারে ‘লস ব্লাঙ্কোস’রা।

আরও পড়ুন

২০০৪ সাল থেকে টটেনহামের সঙ্গে জড়িয়ে আছে কেইনের নাম। স্পারদের যুব দলে ৫ বছর কাটানোর পর ২০০৯ সালে টটেনহামের মূল দলের হয়ে অভিষেক হয় কেইনের। এরপর কিছু সময় ধারে বিভিন্ন ক্লাবে খেলার পর টটেনহামে থিতু হন কেইন। এর মধ্যে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে একটি ক্লাবের হয়ে সবচেয়ে বেশির গোলের মালিকও হয়েছেন কেইন।

এডেন হ্যাজার্ড
ছবি: রয়টার্স

একই মৌসুমে টটেনহামের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে সবচেয়ে বেশি গোলের মালিকও হয়েছেন কেইন। দলীয় সাফল্য ধরা না দিলেও টটেনহামের জার্সিতে কেইন বরাবরই ছিলেন উজ্জ্বল। তবে এবার কেইন নিজেও নাকি ভিন্ন চ্যালেঞ্জ নিতে চান। তাঁকে নিয়ে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও।

আরও পড়ুন

তবে টটেনহামের মালিক ড্যানিয়েল লেভি নাকি কেইনকে কোনো প্রতিদ্বন্দ্বী প্রিমিয়ার লিগের ক্লাবের কাছে বিক্রি করতে আগ্রহী নন। কারণ, তেমনটা হলে কেইনকে প্রায় নিয়মিতই টটেনহামের বিপক্ষে খেলতে দেখা যাবে। কিন্তু সেটি চান না লেভি। তবে রিয়ালের মতো ক্লাব হলে কেইনকে ছাড়তে তাঁর কোনো আপত্তি নেই।