রুবিয়ালেসকে ৩ বছরের নিষেধাজ্ঞা ফিফার

লুইস রুবিয়ালেসছবি: রয়টার্স

স্পেন ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি লুইস রুবিয়ালেসকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল-সংশ্লিষ্ট সকল কার্যক্রম থেকে ৩ বছর নিষিদ্ধ করেছে ফিফা।

গত ২০ আগষ্ট সিডনিতে মেয়েদের বিশ্বকাপ ফাইনালে স্পেন চ্যাম্পিয়ন হওয়ার পর পুরস্কার-মঞ্চে স্প্যানিশ ফরোয়ার্ড হেনি হেরেমোসোর ঠোঁটে চুমু দিয়ে তুমুল সমালোচিত হন রুবিয়ালেস। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা গতকাল জানিয়েছে, ২০২৩ মেয়েদের বিশ্বকাপে অসদাচরণের জন্য তাঁকে নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন

হেরমোসো পরে অভিযোগ করেন, চুমুতে তাঁর সম্মতি ছিল না। এ নিয়ে স্প্যানিশ ফুটবলে তোলপাড় শুরু হলে গত সেপ্টেম্বরে সভাপতির দায়িত্ব ছাড়েন রুবিয়ালেস। তাঁর বিরুদ্ধে আইনি অভিযোগও করেন হেরমোসো।

শৃঙ্খলাবিধিতে ১৩ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে রুবিয়ালেসকে নিষিদ্ধ করেছে ফিফা। সামাজিক যোগাযোগমাধ্যমে রুবিয়ালেস বলেছেন, এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন। ‘এক্স’-এ (সাবেক টুইটার) করা পোস্টে বলেছেন, ‘সত্যকে তুলে ধরা এবং সুবিচারের জন্য আমি শেষ পর্যন্ত চেষ্টা করব।’

আরও পড়ুন

রুবিয়ালেস ‘চুমু-কাণ্ড’ নিয়ে বিতর্কের শুরুতে পদত্যাগ করতে চাননি। কিন্তু ফিফা অভিযোগের ভিত্তিতে তাঁকে প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য নিষিদ্ধ করার পর হস্তক্ষেপ করে স্প্যানিশ সরকার এবং হেরমোসোও আদালতে মামলা করেন। এরপর পদত্যাগ করেন ৪৬ বছর বয়সী রুবিয়ালেস। 

ফিফার নিষেধাজ্ঞার বিবৃতিতে বলা হয়, ‘স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (আরএফইএফ) সাবেক  সভাপতি লুইস রুবিয়ালেসকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল-সংশ্লিষ্ট সকল কার্যক্রম থেকে ৩ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করছে ফিফা। তিনি শৃঙ্খলাবিধির ১৩ নম্বর ধারা ভেঙেছেন।’ ফিফার আপিল কমিটিতে এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ আছে বলেও জানিয়ে দেওয়া হয় বিবৃতিতে।