ব্রাজিলের ‘বুড়ো নেকড়ে’ জাগালো হাসপাতালে

মারিও জাগালোছবি: এএফপি

মূত্রনালির সংক্রমণে ভুগে হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি মারিও জাগালো। খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের প্রথম কীর্তি গড়া জাগালোর মূত্রনালিতে সংক্রমণের কথা কাল জানিয়েছেন চিকিৎসকেরা। ৯২তম জন্মদিন পালনের এক সপ্তাহ পরই হাসপাতালে ভর্তি হতে হলো ব্রাজিলিয়ান ফুটবলে ‘ওল্ড উলফ’ বা বুড়ো নেকড়ে খ্যাত জাগালোকে।

আরও পড়ুন

রিও ডি জেনিরোর বারা ডি’অর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জাগালো গত মঙ্গলবার সেখানে ভর্তি হন। চিকিৎসকেরা জানিয়েছেন, জাগালোর শরীর ‘স্থিতিশীল এবং শ্বাস-প্রশ্বাস নিতে সাহায্য লাগছে না।’ জাগালোকে হাসপাতাল থেকে কবে ছাড়া হবে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি সংবাদ সংস্থা এএফপি।

এক বছরের কিছু বেশি সময় পর আবারও হাসপাতালে ভর্তি হতে হলো জাগালোকে। এই একই হাসপাতালে শ্বাস-প্রশ্বাসের সংক্রমণের কারণে প্রায় দুই সপ্তাহ সেমি-ইনটেনসিভ কেয়ারে চিকিৎসা নিতে হয়েছিল জাগালোকে। ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য ছিলেন জাগালো। এরপর ব্রাজিলের কোচ হিসেবে ১৯৭০ বিশ্বকাপও জিতেছেন। অনেকের বিচারেই জাগালোর গড়া ’৭০ বিশ্বকাপে ব্রাজিল দলটি বিশ্বকাপের ইতিহাসেই সেরা দল।

আরও পড়ুন

জাগালোর বাইরে খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন মাত্র দুজন—ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও দিদিয়ের দেশম। ‘কাইজার’ খ্যাত জার্মান কিংবদন্তি বেকেনবাওয়ার খেলোয়াড় হিসেবে ১৯৭৪ বিশ্বকাপ জয়ের পর কোচ হিসেবে জিতেছেন ১৯৯০ বিশ্বকাপ।

দেশম ১৯৯৮ বিশ্বকাপ জিতেছিলেন খেলোয়াড় হিসেবে। কোচ হিসেবে জিতেছেন ২০১৮ বিশ্বকাপ। গত সপ্তাহে ৯২তম জন্মদিন পালনের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে জাগালো লিখেছিলেন, ‘পরিবারের সঙ্গে দারুণ জন্মদিন কাটাচ্ছি। এই ভালোবাসার জন্য ধন্যবাদ।’