লিওনেল মেসির পিএসজি–অধ্যায় এখন অতীত। গত সপ্তাহেই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক জানিয়ে দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেবেন। গত ডিসেম্বরে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার পর থেকেই পিএসজির সঙ্গে মেসির সম্পর্কটা ভালো যাচ্ছিল না। চুক্তি নবায়ন নিয়ে জটিলতা দেখা দিয়েছিল; সম্পর্কটা একেবারে তলানিতে পৌঁছে যায় পিএসজি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে টানা দ্বিতীয়বারের মতো বিদায় নেওয়ার পর। সমর্থকেরাও মেসিকে সহ্য করতে পারেননি। বারবার পিএসজি ম্যাচে গ্যালারি থেকে দুয়োর শিকার হয়েছেন তিনি।

২০২১ সালে বার্সেলোনা ছেড়ে মেসি দুই বছরের চুক্তিতে যোগ দেন পিএসজিতে। আর্জেন্টাইন তারকা পিএসজিতে প্রাপ্য সম্মানটা পাননি, এমনটাই মনে করেন ক্লাবটির আরেক তারকা কিলিয়ান এমবাপ্পে। ইতালির সংবাদমাধ্যম ‘লা গাজেত্তা দেল্লো স্পোর্ত’কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পের দাবি, মেসির মতো খেলোয়াড়ের আরও অনেক বেশি সম্মান প্রাপ্য ছিল। মেসি পিএসজি ছেড়ে চলে যাচ্ছেন—এটা কখনোই ভালো খবর হতে পারে না। মেসিকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারই মনে করেন এমবাপ্পে।

আরও পড়ুন

সব খেলা মিলিয়ে আয়ে রোনালদো সবার ওপরে, দুইয়ে মেসি, তিনে এমবাপ্পে

মেসি পিএসজিতে প্রাপ্য সম্মান পাননি বলে মনে করেন এমবাপ্পে
ছবি: রয়টার্স

এমবাপ্পে অবাক হয়ে লক্ষ করছেন মেসি পিএসজি ছাড়াতে অনেকেই নাকি বেশ খুশি, ‘আমি বুঝতে পারছি না মেসি পিএসজি ছাড়ায় অনেকেই বেশ খুশি। মেসি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। তিনি পিএসজি ছাড়ছেন, এটা কখনোই ভালো খবর হতে পারে না ক্লাবের জন্য। আমি তো মনে করি মেসি কখনোই পিএসজিতে তাঁর প্রাপ্য সম্মান পাননি।’

আরও পড়ুন

এমবাপ্পে আর থাকতে চান না, পিএসজিও আর রাখতে চায় না

মেসির পিএসজি–অধ্যায় সুখের হয়নি
ছবি: এএফপি

কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা–ফ্রান্স ম্যাচ ছিল এক অর্থে মেসি বনাম এমবাপ্পের লড়াই। সেই লড়াইয়ে মেসির কাছে টাইব্রেকারের ভাগ্য–পরীক্ষায় হারতে হয়ে এমবাপ্পেকে। ফাইনাল নির্ধারিত ও অতিরিক্ত সময় অমীমাংসিত ছিল ৩–৩ গোলে। ৮১ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা ২–০ গোলে এগিয়ে থাকলেও এমবাপ্পের জোড়া গোলে ফ্রান্স ম্যাচে ফেরে। অতিরিক্ত সময়ে মেসি গোল করে দলকে আবারও এগিয়ে দিলেও এমবাপ্পে হ্যাটট্রিক করে স্কোরলাইন ৩–৩ করে ফেলেন। ১৯৬৬ সালে জিওফ হার্স্টের পর সেটিই ছিল বিশ্বকাপ ফাইনালের প্রথম হ্যাটট্রিক। পরে টাইব্রেকারে ৪–২ ব্যবধানে জেতে আর্জেন্টিনা।

আরও পড়ুন

‘পিএসজিতে মেসি কারও সঙ্গে খারাপ আচরণ করেনি’

কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন মেসি–এমবাপ্পে
এএফপি

মেসির পর এমবাপ্পেকেও হারানোর সন্নিকটে পিএসজি। আগামী মৌসুম (২০২৩-২৪) শেষেই পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি শেষ হয়ে যাবে। ফরাসি তারকার সঙ্গে পিএসজির চুক্তির শর্ত অনুযায়ী, এমবাপ্পে চাইলে চুক্তিটা আরও এক বছরের জন্য বাড়াতে পারবেন। তবে সেটি করতে হবে এ বছরের জুলাইয়ের মধ্যেই। কিন্তু এমবাপ্পে আর চুক্তি বাড়াতে চান না। ফরাসি স্ট্রাইকারের চাওয়া মেয়াদ শেষ করে মুক্ত খেলোয়াড় (ফ্রি এজেন্ট) হিসেবে ক্লাব ছেড়ে যেতে। কিন্তু এমবাপ্পেকে ফ্রি এজেন্ট হিসেবে ছাড়তে নারাজ পিএসজি। তাই এমবাপ্পে চুক্তি নবায়ন না করলে চলতি দলবদলেই তাঁকে ছেড়ে দিতে চায় পিএসজি।

পিএসজি ছাড়লে এমবাপ্পে কোথায় যাবেন, সেটিও একটা ধোঁয়াশা। অনেকেই মনে করেন ফরাসি তারকার গন্তব্য রিয়াল মাদ্রিদ। তবে তাঁকে নেওয়ার দৌড়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মতো দলগুলোও শামিল হতে পারে।