যেভাবে আর্জেন্টিনার মার্তিনেজকে ময়মনসিংহে ফেরালেন শ্রাবণ

মার্তিনেজের মতো শ্রাবণের নাচ, ফেডারেশন কাপের ফাইনালেএএফপি ও ভিডিও থেকে নেওয়া

সময়টা ভালো যাচ্ছিল না মেহেদী হাসান শ্রাবণের। ফাহামিদুল ইসলামের জাতীয় দলে জায়গা না পাওয়া ইস্যুতে তাঁর নামও জড়িয়ে যায়! যদিও সেই অভিযোগের কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। শত সমালোচনার মাঝেও দিনরাত পরিশ্রম করে নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করেন বসুন্ধরা কিংসের এই গোলকিপার। গতকাল ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে ফেডারেশন কাপের ফাইনালেই যেন সেসব কিছুর জবাব দিয়েছেন শ্রাবণ।

আরও পড়ুন

১৫ মিনিটের দারুণ লড়াইয়ের পরও ম্যাচের স্কোরলাইন ১-১ ছিল। শেষ পর্যন্ত নিয়ম অনুযায়ী, আবাহনী ও কিংসকে টাইব্রেকার যুদ্ধে নামতে হয়। সেই যুদ্ধে আবাহনীকে হারিয়ে শিরোপা উৎসব করে কিংস। আর আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ওগবাহর পেনাল্টি ঠেকিয়ে নায়ক বনে যান শ্রাবণ।

বিশ্বকাপের ফাইনালে পেনাল্টি ঠেকিয়ে মার্তিনেজের নাচ
এএফপি

কাতার বিশ্বকাপের সেরা গোলকিপার হয়েছিলেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ। বিশ্বকাপে দুবার পেনাল্টি শ্যুটআউটের মুখোমুখি হয়েছিলেন মেসিরা। দুই টাইব্রেকারে তিনটি পেনাল্টি ঠেকিয়ে মার্তিনেজ ব্যতিক্রম এক উদ্‌যাপনে মাতেন, যা নিয়ে ফুটবল–বিশ্বে কম আলোচনা হয়নি। মঙ্গলবার এমেকার পেনাল্টি রুখে দিয়ে মার্তিনেজকে যেন ফিরিয়ে আনলেন শ্রাবণ। ঠিক তাঁর মতোই করলেন উদ্‌যাপন।

মার্তিনেজের মতো শ্রাবণের নাচ, ফেডারেশন কাপের ফাইনালে
ভিডিও থেকে নেওয়া

শ্রাবণের প্রিয় দল আর্জেন্টিনা, যেহেতু নিজে একজন গোলকিপার, তাই মার্তিনেজকে তাঁর পছন্দ। ইউটিউবে মার্তিনেজের পেনাল্টি আটকানোর দৃশ্যগুলো মুগ্ধ হয়েই উপভোগ করেন শ্রাবণ।
গতকাল যখন এমেকার পেনাল্টি রুখে দেন, তখনই মার্তিনেজকে মনে পড়ে শ্রাবণের, এরপর তাঁর মতোই করলেন উদ্‌যাপন।

আরও পড়ুন

আজ প্রথম আলোকে তেমনটাই বলেছেন ফেডারেশন কাপের ফাইনাল-সেরা এই গোলকিপার, ‘পেনাল্টি ঠেকানোর পর তাৎক্ষণিক মার্তিনেজকে মনে পড়েছিল। তিনিও এভাবে পেনাল্টি ঠেকিয়ে উদ্‌যাপন করেছিলেন। আমি নিজেও মার্তিনেজের খেলা দেখি, তাঁর খেলা ভালো লাগে, তাঁকে অনুসরণও করি। আর্জেন্টিনা আমার প্রিয় দল।’

কিংসের হয়ে পাঁচটি শিরোপা জিতেছেন শ্রাবণ।
বাফুফে

২০২১ সালে বসুন্ধরা কিংস দিয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেছিলেন শ্রাবণ। মাঝে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে ধারে কিছুদিন খেলে আবার কিংসে ফেরেন ১৯ বছর বয়সী এই গোলকিপার। এর মধ্যে কিংসের হয়ে পাঁচটি শিরোপা জিতেছেন শ্রাবণ।

আরও পড়ুন