ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় কারা উঠল, কে কার মুখোমুখি
শেষ হয়েছে ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই। ৩২ দলের প্রতিযোগিতা এখন নেমে এসেছে ১৬ দলে। গ্রুপ পর্ব থেকে শেষ ষোলোর লড়াইয়ে যাওয়ার পথে দেখা মিলেছে বেশ কিছু অঘটন এবং চমকেরও। তবে প্রথম পর্বে সবচেয়ে বড় চমক ছিল ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো ও ফ্ল্যামেঙ্গোর কাছে পিএসজি ও চেলসির হার।
এ ছাড়া ইউরোপিয়ান দলগুলোর মধ্যে বিদায় নিয়েছে আতলেতিকো মাদ্রিদ, পোর্তো এবং সালজবুর্গ। ব্রাজিল থেকে আসা চারটি ক্লাবের প্রতিটি শেষ ষোলো নিশ্চিত করলেও আর্জেন্টিনার দুটি শীর্ষ ক্লাব বোকা জুনিয়র্স এবং রিভার প্লেট বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। কারা শেষ ষোলো নিশ্চিত করেছে এবং শেষ ষোলোয় কে কার মুখোমুখি—একনজরে দেখে নেওয়া যাক।