ওয়েস্ট হামেও পয়েন্ট খোয়াল লিভারপুল

হার্ভি এলিয়টের প্রতিক্রিয়ায় স্পষ্ট লিভারপুলের হতাশাএএফপি

ওয়েস্ট হাম ২ : ২ লিভারপুল

আগের ম্যাচে এভারটনের কাছে হেরেই শিরোপা-দৌড়ে অনেকটা পিছিয়ে পড়েছিল লিভারপুল। এবার ইয়ুর্গেন ক্লপের দল পয়েন্ট খুইয়েছে ওয়েস্ট হামের মাঠেও। আজ লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হামের সঙ্গে ২-২ ড্র করেছে লিভারপুল। আর তাতে লিভারপুলের শিরোপা-স্বপ্ন প্রায় ধূলিসাৎ হয়ে গেল।

দুই ম্যাচে ৪ পয়েন্ট খোয়ানো লিভারপুলের পয়েন্ট ৩৫ ম্যাচে ৭৫, তিন নম্বরে আছে দলটি। দুই ম্যাচ কম খেলে ৭৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। আর্সেনাল শীর্ষে আছে ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে।

চলতি মৌসুমে আজকের আগে দুবার ওয়েস্ট হামের মুখোমুখি হয়েছিল লিভারপুল। লিগের ম্যাচে জয় ছিল ৩-১ গোলে, লিগ কাপে ৫-১ ব্যবধানে। সেই একই দলের বিপক্ষে আজও শুরু থেকে বলের দখলে এগিয়েছিলেন লুইস দিয়াজ, কোডি গাকপো, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টাররা। তবে ম্যাচে প্রথম এগিয়ে যায় ওয়েস্ট হামই।

৪৩ মিনিটে লুকাস পাকেতার নেওয়া কর্নার মোহাম্মদ কুদুস হয়ে যায় জ্যারড বোয়েনের কাছে। চোটের কারণে লিগে সর্বশেষ দুই ম্যাচ মিস করা এই উইঙ্গার হেডে গোল করে দলকে এগিয়ে দেন। এবারের লিগে এটি বোয়েনের ১৭তম গোল। দুই দল বিরতিতে যায় ওয়েস্ট হামের পক্ষে ১-০ স্কোরলাইনে।

আরও পড়ুন

লিভারপুল ম্যাচে সমতা ফেরায় দ্বিতীয়ার্ধের শুরুতেই। ৪৮ মিনিটে বক্সের ভেতর থেকে লুইস দিয়াজের কাটে বল পেয়ে শট নেন অ্যান্ড্রু রবার্টসন। বল পাকেতার গায়ে লেগে কিছুটা দিক পাল্টে ফেলে, যা ওয়েস্ট হাম গোলকিপার আলফোঁস আরেওলা ঝাঁপিয়েও নিয়ন্ত্রণে নিতে পারেননি। বল পোস্টের ভেতরের অংশে লেগে জড়ায় জালে।

লিভারপুল এগিয়ে যাওয়ার পর কোডি গাকপোকে কেন্দ্র করে সতীর্থদের উদ্‌যাপন, যা শেষ পর্যন্ত বিষাদে পরিণত হয়েছে
এএফপি

সমতা আনার পর উজ্জীবিত লিভারপুল ৬৫ মিনিটে পেয়ে যায় দ্বিতীয় গোলও। বক্সের এক পাশে বল পেয়ে ভলিতে সামনের জটলায় বাড়ান কোডি গাকপো। বল ওয়েস্টহাম সেন্টার ব্যাক অ্যাঞ্জেলো ওগবোনার পায়ে লেগে দিক পাল্টে তাঁর সতীর্থ টমাস সুচেকের দিকে যায়। অপ্রস্তুত সোকেক কিছু বুঝে ওঠার আগে বল তাঁর পায়ে লেগে জালের দিকে যায়। লাইন পার হওয়ায় বল গোলকিপার আরেওলার হাতেও লাগে। ওয়েস্ট হামের তিন খেলোয়াড় হয়ে জালে যাওয়া গোল আত্মঘাতী নামে যোগ হয় লিভারপুলের পাশে।

আরও পড়ুন

তবে লিভারপুলকে বেশিক্ষণ স্বস্তিতে থাকতে দেয়নি ওয়েস্ট হাম। ৭৭ মিনিটে বোয়েনের ক্রস থেকে হেড করে আলিসনের বাঁ পাশ দিয়ে জালে পাঠান মিখাইল আন্তোনিও। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট হাম।

লিভারপুলের বিপক্ষে গোলের আনন্দ ওয়েস্ট হাম খেলোয়াড়দের
এএফপি

ওয়েস্ট হাম ৩৫ ম্যাচে ৪৯ পয়েন্ট লিগ পয়েন্ট তালিকার আট নম্বরে আছে।